সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান সমর্থকদের জন্য সুখবর। যুবভারতী স্টেডিয়ামেই এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালের ম্যাচ খেলবে সবুজ-মেরুন ব্রিগেড। আগামী ৭ সেপ্টেম্বর এই ম্যাচ খেলা হবে সল্টলেকে। তবে কোন দলের বিরুদ্ধে এই ম্যাচ খেলবে মোহনবাগান, তা এখনও জানা যায়নি। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা ভিয়েতনামের যে দল আসিয়ান জোনের চ্যাম্পিয়ন হবে, সেমিফাইনালে তাদের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান। ঘরের মাঠে দর্শকদের সামনে খেললে অ্যাডভান্টেজ মোহনবাগান, সেকথা বলাই বাহুল্য। ভরা যুবভারতীর সমর্থন পেয়ে যাবে জুয়ান ফেরান্দোর দল।
এএফসি কাপের কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে গোকুলামের কাছে হেরে গেলেও বাকি দু’টি ম্যাচে দাপট দেখায় মোহনবাগান। বাংলাদেশের দল বসুন্ধরা কিংসের সঙ্গে সমান পয়েন্টে কোয়ালিফায়ার পর্ব শেষ করলেও, মোহনবাগান উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের ক্লাবকে। গোলপার্থক্যে এগিয়ে থাকার কারণে মূলপর্বে চলে গিয়েছিল মোহনবাগান। কিছুদিনের মধ্যেই ভারতে এসে যাবেন কোচ জুয়ান ফেরান্দো। শুরু করে দেবেন অনুশীলন। ভক্তদের চিন্তা বাড়িয়ে এএফসি কাপের কোয়ালিফায়ার পর্বে চোট পেয়েছিলেন তিরি।
[আরও পড়ুন: লর্ডসে দলে ফিরলেন ‘কিং’ কোহলি, ব্যাটে ‘বিরাট’ কীর্তি দেখতে মুখিয়ে ভক্তরা]
তবে তাতে চিন্তার ভাঁজ নেই বাগান সমর্থকেদের কপালে। পল পোগবার ভাই ফ্লোরেন্টিন পোগবাকে সই করিয়েছে মোহনবাগান। অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলকেও দলে নিয়েছে মোহনবাগান। এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে কার বিরুদ্ধে খেলবে মোহনবাগান, সেই উত্তর পাওয়া যাবে আগামী ২৪ আগস্ট। আসিয়ান জোনের জয়ী দলের মুখোমুখি হবে মোহনবাগান।
মেগা টুর্নামেন্টের আগেই ডুরান্ড কাপে নামবে মোহনবাগান। ডুরান্ডে দলের শক্তি দেখে নিতে পারবেন ফেরান্দো।