shono
Advertisement

শাড়ি বিক্রির অছিলায় গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা! চাঞ্চল্য নিমতায়

ঘটনার তদন্তে নেমেছে নিমতা থানার পুলিশ।
Posted: 08:09 PM May 04, 2022Updated: 08:48 PM May 04, 2022

অর্ণব দাস, বারাকপুর: শাড়ি বিক্রির অছিলায় গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টার (Attempt Attack) অভিযোগ। বুধবার ভরদুপুরে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নিমতা থানার (Nimta Thana) অরবিন্দনগর এলাকায়। ঘটনাস্থলে ওই সময় গৃহবধূর মা চলে আসায় বেঁচে যান তিনি। এই ঘটনায় ওই গৃহবধূ নিমতা থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Advertisement

পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। কী কারণে হামলা চালানোর চেষ্টা হল, তা স্পষ্ট নয়। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামীর সঙ্গে অশান্তির জেড়ে তিন বছরের মেয়েকে নিয়ে নিমতার অরবিন্দনগরের বাপের বাড়িতে থাকেন ওই গৃহবধূ। এদিন দুপুরে তিনি বাড়িতে ছিলেন। তাঁর মা কোনও একটি কাজে বাড়ির বাইরে ছিলেন। সেই সময় শাড়ি বিক্রেতার পরিচয় দিয়ে এক ব্যক্তি বাড়িতে ঢোকে। অভিযোগ, এরপরই সুগন্ধী জাতীয় কিছু ছড়িয়ে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূকে হামলা চালানোর চেষ্টা করে ওই ব্যক্তি। যদিও তার মা তখনই বাড়ি ফিরে আসায় অল্পের জন্য রক্ষা পান তিনি। এদিকে সুযোগ বুঝে চম্পট দেয় ওই দুষ্কৃতী। 

[আরও পড়ুন: মগরাহাটে ফের শুটআউট, ব্যবসায়িক বিবাদে চলল গুলি, নিহত ব্যবসায়ী]

এই বিষয়ে আক্রান্ত গৃহবধূ বলেন, “মেয়েকে নিয়ে আমি বাড়িতে ছিলাম। আচমকা এক ব্যক্তি শাড়ি বিক্রেতা পরিচয় দিয়ে ঘরে ঢোকে। তাকে বাড়ি ঢুকতে বাধা দিলেও সে শোনেনি। এরপরই হঠাৎ শাড়ি দেখানোর পরিবর্তে সে আমার উপর একটি সুগন্ধী জাতীয় কোনও কিছু ছড়িয়ে দেয়। তারপরই আমার মাথা ঘুরতে শুরু করে। আমি তাকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে সে ব্যাগের ভিতর থেকে ধারাল অস্ত্র বের করে আমার উপর হামলা চালানোর চেষ্টা করে। ততক্ষণে মা বাড়িতে চলে এসে চিৎকার শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখেই সে পালিয়ে যায়।” 

[আরও পড়ুন: বিয়ের আগের রাতে চিঠি লিখে উধাও পাত্র! বর খুঁজতে পুলিশ নিয়ে হাজির কনেপক্ষ]

তিনি আরও বলেন, “স্বামীর বিরুদ্ধে আমি বধূ নির্যাতনের মামলা করেছি। এর কিছুদিন পর অপরিচিত নম্বর থেকে অচেনা একজন আমাকে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছিল। এরপর এদিন এই ঘটনা ঘটল। বধূ নির্যাতনের মামলা করার জন্যই এই সব ঘটনা ঘটছে কি না বুঝতে পারছি না।” ফোনের হুমকির সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার