shono
Advertisement

Breaking News

সনাতন বিতর্কে উদয়নিধির শিরচ্ছেদের নিদান অযোধ্যার মহন্তের, ১০ কোটি পুরস্কার ঘোষণা

স্ট্যালিন পুত্রের বিরুদ্ধে CJI-কে চিঠি ২৬২ বিশিষ্টজনের।
Posted: 03:43 PM Sep 05, 2023Updated: 03:43 PM Sep 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সনাতন ধর্মের সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ার তুলনা করে বিতর্কে জড়িয়েছেন তামিলনাড়ুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)। ওই ঘটনায় স্ট্যালিন পুত্রের শিরচ্ছেদের হুঁশিয়ারি দিয়েছেন অযোধ্যার মহন্ত পরমহংস আচার্য। নিজে উদয়নিধির মাথা কাটবেন, একথা বলার পাশাপাশি কেউ এই কাজ করলে তাঁকে ১০ কোটি টাকা পুরস্কার দেবেন বলেও ঘোষণা করেছেন।

Advertisement

মঙ্গলবার অযোধ্যার মহন্ত জানান, যদি ১০ কোটিতে কাজ না হয়, তবে উদয়নিধির মাথা কাটার জন্য পুরস্কার মূল্য বাড়াতেও রাজি আছেন তিনি। পরমহংস আচার্যর বক্তব্য সনাতন ধর্মের ইতিহাস না পড়ে আলটপকা মন্তব্য করেছেন উদয়নিধি। মহন্তর সাফ কথা, “সনাতন ধর্ম নিয়ে উনি যা যা বলেছেন, তার জন্য অবিলম্বে ক্ষমা চাইতে হবে। নচেৎ কঠোর শাস্তি পাবেন। আমি নিজে হাতে ওঁর শিরচ্ছেদ করব।” তাঁর দাবি, ১০০ কোটি মানুষের ভাবাবেগে আঘাত করেছেন ডিএমকে নেতা। যদিও এই হুমকি নিয়ে বিচলিত নন বলে জানিয়েছেন দক্ষিণের রাজ্যের তরুণ নেতা। মঙ্গলবার স্ট্যালিনের পুত্র বলেন, ‘এই সমস্ত হুমকি নিয়ে আমি বিন্দুমাত্র বিচলিত নই।”

[আরও পড়ুন: কয়লা পাচার কাণ্ড: কলকাতাতেই হবে জিজ্ঞাসাবাদ, দিল্লি হাই কোর্টের রায়ে স্বস্তিতে মলয়]

উল্লেখ্য, সম্প্রতি ‘সনাতন অ্যাবলিশন কনফারেন্সে’ যোগ দিয়েছিলেন উদয়নিধি। সেখানেই তিনি বলেন, “কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে। ‘সনাতন’ শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটা সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে।”

[আরও পড়ুন: ইন্ডিয়া থেকে ভারত? সংসদের বিশেষ অধিবেশনে দেশের নামবদলের প্রস্তাব দিতে পারে কেন্দ্র]

এদিকে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, আমলা-সহ ২৬২ জন বিশিষ্ট নাগরিক উদয়নিধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে CJI-কে চিঠি লিখেছেন। তাঁদের বক্তব্য ঘৃণা ভাষণে অভিযুক্ত তামিলনাড়ুর নেতা। শাহিন আবদুল্লা মামলায় সুপ্রিম কোর্ট সরকার ও পুলিশকে নির্দেশ দিয়েছিল, এই ধরনের ঘটনায় অভিযোগ দায়েরের অপেক্ষা না করেই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে হবে। সেই নিয়মেই উদয়নিধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement