shono
Advertisement
Bangladeshi Arrest

জাল আধার, প্যান কার্ড তৈরি! দিল্লি পুলিশের জালে ২ বাংলাদেশি-সহ ৪

জাল নথি ব্যবহার করে বাংলাদেশিদের ভারতে আনার ব্যবস্থা করত ধৃতরা।
Published By: Tiyasha SarkarPosted: 05:40 PM Jan 02, 2025Updated: 05:41 PM Jan 02, 2025

সোমনাথ রায়, নয়াদিল্লি: এবার দিল্লি পুলিশের জালে ২ বাংলাদেশি-সহ মোট চারজন। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, জাল নথি ব্যবহার করে বাংলাদেশিদের ভারতে আনার ব্যবস্থা করত ধৃতরা।

Advertisement

বাংলাদেশ অশান্ত হতেই অনুপ্রবেশ সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে। সীমান্তগুলোতে বিএসএফের নজরদারি বাড়ানো হয়েছে। দেশজুড়ে চলছে তল্লাশি। এরই মাঝে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বিশেষ অভিযানে যায় দিল্লি পুলিশ। সেখান থেকে এক বাংলাদেশি নাগরিক বিলাল হোসেন ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। একইসঙ্গে আরও দুই ভারতীয় নাগরিক অনিমুর ইসলাম ও আশিষ মেহেরা নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, বাংলাদেশি নাগরিকদের ভারতে আনার জন্য জাল নথি তৈরি করত তাঁরা।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বিলাল ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। সেই সঙ্গে পদ্মাপারের নাগরিকদের অবৈধ পথে ভারতে আনার কাজ করতেন তাঁরা। তাঁদের সহযোগী হিসেবে কাজ করতেন অনিমুর ইসলাম এবং আশিষ মেহেরা। এদের কাজ ছিল মূলত জাল আধার কার্ড ও অন্যান্য নথি তৈরি করা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার দিল্লি পুলিশের জালে ২ বাংলাদেশি-সহ মোট চারজন। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে তল্লাশি চালায় পুলিশ।
  • সেখান থেকেই ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
  • সূত্রের খবর, জাল নথি ব্যবহার করে বাংলাদেশিদের ভারতে আনার ব্যবস্থা করত ধৃতরা।
Advertisement