সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামনামের ছোঁয়া থাকলেই হবে! অযোধ্যায় রামমন্দির (Ram Mandir) উদ্বোধনের আগে এমন শতাধিক স্টেশনকে আলোয় সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রেল (Indian Railways)। রামনামের ছোঁয়া রয়েছে এমন স্টেশনের তালিকাও তৈরি করা হয়েছে। মোট ৩৪৩টি স্টেশনকে আলোয় সাজানো হবে। স্টেশনের নামের তালিকা সবচেয়ে বেশি রয়েছে দক্ষিণ ভারতের দুই রাজ্যের।
রামনামের ছোঁয়া রয়েছে এমন ৫৫টি স্টেশন রয়েছে অন্ধ্রপ্রদেশে। অন্য দিকে, তামিলনাড়ুর (৫৪টি স্টেশনের নাম রয়েছে এই তালিকায়। তৃতীয় স্থানে রয়েছে বিহার। অন্ধ্রপ্রদেশের রামচন্দ্রপুরম স্টেশন, কর্নাটকের রামগিরি, তেলেঙ্গানার রামগুন্ডম, রামকিষ্টপুরমের মতো রামনামের ছোঁয়া রয়েছে এমন স্টেশনগুলিকে এ ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশেরও বহু স্টেশন রয়েছে যেগুলির মধ্যে রামনামের ছোঁয়া রয়েছে।
[আরও পড়ুন: রামের অযোধ্যায় হোটেল পাচ্ছেন না খোদ লক্ষ্মণ, ‘ক্ষুব্ধ’ সুনীল! মন্দির উদ্বোধনের আগেই ফিরতে হচ্ছে?]
যেমন রামচন্দ্রপুর, রামগঞ্জ, রামচৌরা রোড ইত্যাদি। গোটা দেশে এমন স্টেশনগুলিকে আলোকিত করা হবে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। অযোধ্যার রামমন্দির দর্শনে পুণ্যার্থীদের জন্য ‘আস্থা স্পেশাল’ ট্রেনও চালু করা হবে। দেশ জুড়ে এমন ২০০টি ট্রেন চালু করা হবে। তবে কবে থেকে এইসব ট্রেন চালু করা হবে সেই দিনক্ষণ জানায়নি রেল।
[আরও পড়ুন: রামমন্দিরে ৫০ কোটি অনুদান প্রভাসের? ‘আদিপুরুষ’ বিতর্কের ড্যামেজ কন্ট্রোল!]
প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন। ওই দিনই ‘প্রাণপ্রতিষ্ঠা’ হবে ‘রামলালার’। রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দেশে এখন সাজ সাজ রব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই অযোধ্যায় ভিড় জমাচ্ছেন পুণ্যার্থীরা। পাশাপাশি, বিদেশ থেকেও বহু মানুষ হাজির হয়েছেন।