shono
Advertisement

Arpita Mukherjee: খারিজ জামিনের আরজি, জেলেই থাকতে হবে নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতাকে

ইডি'র বিশেষ আদালত পার্থ চট্টোপাধ্যায় 'ঘনিষ্ঠে'র জামিনের আরজি খারিজ করে দেয়। 
Posted: 02:55 PM May 31, 2023Updated: 03:19 PM May 31, 2023

অর্ণব আইচ: খারিজ জামিনের আবেদন। জেলেই থাকতে হবে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়কে। ইডি’র বিশেষ আদালত পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠে’র জামিনের আরজি খারিজ করে দেয়। 

Advertisement

প্রায় ন’মাসেরও বেশি সময় পর গত সোমবার সশরীরে আদালতে হাজিরা দেন অর্পিতা। তাঁর উপস্থিতিতে আইনজীবী দাবি করেন, নিয়োগ দুর্নীতি কাণ্ডের মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। আর অর্পিতা মুখোপাধ্যায় কেবলমাত্র পরিস্থিতির শিকার। তিনি একেবারেই নির্দোষ। এই মর্মে জামিনের আবেদন করা হয়। প্রথম থেকে জামিনের আবেদনের বিরোধিতা করে ইডি।

[আরও পড়ুন: বাংলার নিয়োগ দুর্নীতির আঁচ উত্তরাখণ্ডের পাহাড় চূড়ায়, পোস্টারে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের]

বুধবার আদালত ইডি’র পক্ষেই সায় দেয়। অর্পিতার জামিনের আরজি খারিজ হয়ে যায়। আদালতের তরফে জানানো হয়, প্রত্যক্ষ অথবা পরোক্ষ – যেকোনওভাবেই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন অর্পিতা। তিনি দাবি করেছেন, তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া নগদ টাকা, গয়নগাটি কিছুই তাঁর নয়। কিন্তু তা হতে পারে না। কারণ, বিলাসবহুল জীবনযাপন করতেন অর্পিতা। তাই শুধুমাত্র একজন মহিলা বলে অর্পিতা ছাড় পেতে পারেন না। এরপরই তাঁর জামিনের আরজি খারিজ করে দেয় ইডি’র বিশেষ আদালত। আগামী ১৯ জুন ফের আদালতে পেশ করা হবে তাঁকে।

[আরও পড়ুন: ‘গুণধর’ ছেলে-বউমার অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধ, বাড়ি ফেরাল হাই কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement