shono
Advertisement

Breaking News

আরও চাপে সিধু, ৫ লক্ষ টাকা মাথার দাম ধার্য করল বজরং দল

দেশের মধ্যে পাকিস্তানের প্রচার চালাচ্ছে কংগ্রেস, আক্রমণ বিজেপির৷ The post আরও চাপে সিধু, ৫ লক্ষ টাকা মাথার দাম ধার্য করল বজরং দল appeared first on Sangbad Pratidin.
Posted: 04:52 PM Aug 21, 2018Updated: 05:22 PM Aug 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধুর পাকিস্তান যাওয়াকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক৷ উত্তেজনার পারদ এতটাই ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গিয়েছে যে, প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের মাথার দাম ধার্য করেছে হিন্দু সংগঠন রাষ্ট্রীয় বজরং দল৷ মঙ্গলবার এই ঘোষণা করেন দলের আগ্রা ইউনিটের সভাপতি সঞ্জয় জাট৷ সিধুকে দেশদ্রোহী ঘোষণা করে তাঁর মাথার দাম পাঁচ লাখ টাকা ঘোষণা করেছে সংগঠনটি৷ সিধুর পাশাপাশি পাকিস্তানকে তোপ দেগে বজরং দলের স্পষ্ট অভিযোগ, একদিকে সীমান্তে প্রাণ খোয়াচ্ছেন জওয়ানরা৷ অন্যদিকে, পাক প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজিরা দিচ্ছেন নভজ্যোৎ সিং সিধু এবং গলা মেলাচ্ছেন তাদের সেনাপ্রধানের সঙ্গে৷ 

Advertisement

[বাবার যৌন লালসার শিকার, সন্তানের জন্ম দিল নির্যাতিতা নাবালিকা]

গত সপ্তাহে প্রধানমন্ত্রী হিসাবে পাকিস্তানের তখতে বসেন ইমরান খান৷ শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের তিন ক্রিকেটার বন্ধু, সুনীল গাভাসকর, কপিল দেব ও নভজ্যোৎ সিং সিধুকে আমন্ত্রণ করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান৷ প্রথম দু’জন না গেলেও, ‘পরম বন্ধু’ ইমরানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যান পাঞ্জাবের মন্ত্রী তথা কংগ্রেস নেতা সিধু৷ সেখানে পাক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল বাজওয়াকে আলিঙ্গন করেন ভারতের প্রাক্তন এই ক্রিকেটার এবং সমগ্র অনুষ্ঠানে তিনি বসে থাকেন পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে৷ মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বিতর্ক৷ বিভিন্ন স্থানে পোড়ানো হয় সিধুর কুশপুতুল৷ আক্রমণ নেমে আসে বিভিন্ন দিক থেকে৷ তাঁর বিরুদ্ধে দায়ের হয় মামলাও৷

[পাশে দাঁড়িয়ে ডাক্তার-নার্স, রোগীর মাথায় সেলাই করছেন সাফাইকর্মী]

এমত পরিস্থিতিতে সিধুর পাশে দাঁড়ায় তাঁর দল কংগ্রেস৷ নিজের কৃতকর্মের পক্ষে সওয়াল করেন সিধুও৷ বলেন, তখন তৈরি হওয়া পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া দিয়েছেন তিনি৷ জানান, পাক নাগরিকদের মন অনেক উদার৷ সেখানে প্রচুর ভালবাসা পেয়েছেন তিনি৷ ফলে, তিনি কী করবেন তা অন্য কারও বলে দেওয়ার প্রয়োজন নেই৷ নিজের সিদ্ধান্ত তিনি নিজেই নিতে পারেন৷ এখানেই শেষ নয় নিজের বক্তব্যে টেনে আনেন, সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাকিস্তান ভ্রমণের প্রসঙ্গ৷ যদিও এই আত্মপক্ষ সওয়াল তেমন একটা কাজে আসেনি৷ সিধুকে পালটা আক্রমণ শানায় বিজেপি৷ দলের মুখপাত্র সম্বিত পাত্র বলেন, পাকিস্তানের সুখ্যাতি করে আসলে ভারতীয়দের ছোট করতে চাইছেন কংগ্রেসের এই শীর্ষ নেতা৷ বিজেপি মুখপাত্রের অভিযোগ, ভারতে থেকে দেশের মধ্যে পাকিস্তানের হয়ে প্রচার চালাচ্ছে কংগ্রেস৷ মৌনতা ভেঙে এই প্রসঙ্গে মুখ খুলুন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, দাবি করেন সম্বিত পাত্র৷

The post আরও চাপে সিধু, ৫ লক্ষ টাকা মাথার দাম ধার্য করল বজরং দল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement