সুকুমার সরকার, ঢাকা: আরও ৩৭ জনের প্রাণহানির মধ্যে দিয়ে বাংলাদেশে করোনা (corona) ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৪৯ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ১৮৭ জনের শরীরে এই মারণ ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। এর ফলে বাংলাদেশে এখনও পর্যন্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ হাজার ৫২ জনে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটের সময় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, ‘দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩১৮৭ জন। এর ফলে বাংলাদেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ৫২ জন।’
[আরও পড়ুন: ঢাকা শহরে সম্পূর্ণ লকডাউন চেয়ে হাই কোর্টের দ্বারস্থ আইনজীবী]
তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত ৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ২০ জন রয়েছেন। এছাড়া মৃতদের তালিকায় চট্টগ্রাম বিভাগের সাতজন, রাজশাহী বিভাগের চারজন, সিলেট বিভাগের তিনজন, বরিশাল বিভাগের দুজন ও রংপুর বিভাগের একজন রয়েছেন। মৃতদের মধ্যে ৩০ পুরুষ ও সাতজন মহিলা রয়েছেন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মারা গিয়েছেন ২৮ জন এবং বাড়িতে মারা গিয়েছেন ন’জন। গত একদিনে ১৫ হাজার ৭২২টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ২০.২১ শতাংশ অর্থাৎ ৩ হাজার ১৮৭ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে।’
[আরও পড়ুন: বাড়ছে সংক্রমণ, বাংলাদেশে মৃত্যু ছাড়াল হাজারের গণ্ডি]
The post বাংলাদেশে করোনার বলি ১০৪৯, আক্রান্তের সংখ্যা ছাড়াল ৭৮ হাজারের গণ্ডি appeared first on Sangbad Pratidin.