shono
Advertisement
Bangladesh

শাওন, জায়েদ খান, নুসরাত ফারিয়া-সহ ১৭ শিল্পীর নামে মামলা! অভিযোগ খুনের চেষ্টার

এছাড়াও অভিনেতা ইরেশ জাকের-সহ ৪০৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Published By: Biswadip DeyPosted: 08:33 PM Apr 29, 2025Updated: 08:35 PM Apr 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবর্তনের বাংলাদেশে চলচ্চিত্র তারকাদের বিরুদ্ধে অভিযোগ উঠল খুনের চেষ্টার। তালিকায় রয়েছে নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, জায়েদ খান, নিপুণ আক্তার, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, আশনা হাবিব ভাবনা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি-সহ ১৭ শিল্পীর নাম।

Advertisement

২০২৪ সালে বাংলাদেশে চলতে থাকা আন্দোলনের সময় ঢাকার ভাটার থানা এলাকায় খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে। অভিযোগ, অভিযুক্ত তারকারা আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। এবং শেখ হাসিনার আওয়ামি লিগের পৃষ্ঠপোষকতায় হওয়া ওই খুনটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন। মামলাটি দায়ের করেছেন এনামুল হক। মামলায় আওয়ামি লিগকে অর্থ জোগানের অভিযোগ আনা হয়েছে নুসরত ফারিয়াকে। বাকিদের বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। ভাটারা থানার ওসি মাজহুরুল ইসলাম জানিয়েছেন, সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই মামলা এগোচ্ছে।

এছাড়াও অভিনেতা ইরেশ জাকের-সহ ৪০৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণের হত্যায় জড়িত থাকার। পাশাপাশি, সৎ মাকে নির্যাতনের অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের নামে আরও একটি মামলা দায়ের হয়েছে। তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, ‘গণ অভ্যুত্থানে’ প্রধানমন্ত্রীর গদি হারিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তাঁকে বাংলাদেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে মরিয়া মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। মুজিবকন্যার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে ‘রেড কর্নার নোটিস’ জারির আর্জি জানিয়েছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। হাসিনার পাশাপাশি এই তালিকায় রয়েছেন আওয়ামি লিগের আরও ১১ জন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরিবর্তনের বাংলাদেশে চলচ্চিত্র তারকাদের বিরুদ্ধে অভিযোগ উঠল খুনের চেষ্টার।
  • তালিকায় রয়েছে নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, জায়েদ খান, নিপুণ আক্তার, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, আশনা হাবিব ভাবনা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি-সহ ১৭ শিল্পীর নাম।
  • এছাড়াও অভিনেতা ইরেশ জাকের-সহ ৪০৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Advertisement