shono
Advertisement
Bangladesh

তুলে নিয়ে গিয়েছিল পুলিশ, নৈরাজ্যের বাংলাদেশে জেল হেফাজতে মৃত্যু হিন্দু সঙ্গীতশিল্পীর! 

পাবনা আওয়ামি লিগের সাংস্কৃতিক সম্পাদকও ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রলয় চাকী। পরিবারের অভিযোগ, তাঁর বিরুদ্ধে কোনও মামলা ছিল না।
Published By: Kishore GhoshPosted: 05:03 PM Jan 12, 2026Updated: 06:30 PM Jan 12, 2026

এবার জেলেবন্দি অবস্থায় ইউনুসের বাংলাদেশে মৃত্যু হল এক হিন্দু সঙ্গীতশিল্পীর। প্রলয় চাকী ছিলেন পদ্মাপাড়ের প্রখ্যাত সঙ্গীতশিল্পী। পাশাপাশি তিনি পাবনা আওয়ামি লিগের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বেও ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গত ১৬ ডিসেম্বর সকালে তাঁকে পাথরতলার বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে পাবনা জেলা কারাগারে ছিলেন প্রলয়। বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। বন্দি থাকাকালীন পুলিশি নির্যাতনেই কি মৃত্যু হল পদ্মাপাড়ের বিশিষ্ট সঙ্গীতশিল্পীর?

Advertisement

গত বছরের ৪ আগস্টের একটি বিস্ফোরক মামলায় ৬০ বছরের সঙ্গীতশিল্পীকে গ্রেপ্তার করে পুলিশ। প্রশাসনের দাবি, তিনি হৃদ্‌রোগ ও ডায়াবেটিস-সহ একাধিক অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার সকালে কারাগারের মধ্যেই অসুস্থ হয়ে পড়লে তাঁকে পাবনা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রলয়। বাংলাদেশে বর্তমান নিষিদ্ধ দল আওয়ামি লিগের নেতাদের দাবি, বন্দি অবস্থায় নির্যাতন করা হয়েছিল সঙ্গীতশিল্পীকে। অন্যদিকে প্রলয় চাকীর পরিবারের দাবি, কারাগারে যথাযথ চিকিৎসার অভাবে অবহেলায় তাঁর মৃত্যু হয়েছে।

প্রলয় চাকী গত শতাব্দীর নয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী ও সঙ্গীত পরিচালক ছিলেন। তিনি পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্রে নিয়মিত সঙ্গীত পরিচালনা করতেন।

প্রলয় চাকীর ছেলে সনি চাকীর অভিযোগ, তাঁর বাবার বিরুদ্ধে কোনও মামলা ছিল না। তাঁকে অকারণ হয়রানি করা হয়েছে। কারাগারে শারীরিক অবস্থার অবনতি হলেও প্রথমে তাঁদের জানানো হয়নি। যথাযথ চিকিৎসার অভাবে তিনি মারা গেছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন জেল সুপার ওমর ফারুক। তিনি বলেন, প্রলয় চাকী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁকে নিয়মিত ওষুধ দেওয়া হত। গুরুতর অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছিল।

প্রলয় চাকী গত শতাব্দীর নয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী ও সঙ্গীত পরিচালক ছিলেন। তিনি পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্রে নিয়মিত সঙ্গীত পরিচালনা করতেন। বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ বলেন, ‘প্রলয় চাকী রাজনীতির বাইরে একজন নিবেদিতপ্রাণ সাংস্কৃতিক কর্মী ও শিল্পী ছিলেন। তাঁর এই মৃত্যুতে আমরা শোকাহত।’ পাবনা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক ভাস্কর চৌধুরী বলেন, ‘তিনি এভাবে মারা যাবেন সেটা আমরা মেনে নিতে পারছি না। এই মৃত্যু সত্যি কষ্টকর।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement