shono
Advertisement
Bangladesh

চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে পড়ল সিংহী! হুলুস্থুল বাংলাদেশে

ছুটির দিনে মিরপুরে শোরগোল।
Published By: Biswadip DeyPosted: 08:19 PM Dec 05, 2025Updated: 08:19 PM Dec 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। আর সেদিনই আচমকা রাজধানী মিরপুরে দর্শনার্থীর ভিড়ে জমজমাট চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে পড়ল সিংহী! স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে। তবে পরে প্রায় ঘণ্টাদুয়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় সিংহীকে।

Advertisement

ঠিক কী হয়েছিল? এদিন বিকেল পাঁচটার কিছু সময় আগে আচমকাই দেখা যায় খাঁচা থেকে বেরিয়ে পড়েছে একটি সিংহী। সঙ্গে দর্শনার্থীদের চিড়িয়াখানা থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। ছড়িয়ে পড়ে আতঙ্ক। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রায় পৌনে দু'ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ছ'টার দিকে ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে সিংহীটিকে অজ্ঞান করে দেওয়া হয়। এরপর সোয়া সাতটা নাগাদ সেটিকে ফের খাঁচায় ঢোকানো সম্ভব হয়। জানা গিয়েছে, খাঁচা থেকে বেরনোর পরে সিংহীটিকে দেখা যায় হরিণের খাঁচার কাছে বসে থাকতে। কীভাবে ওই প্রাণীটি খাঁচা থেকে বেরল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম। ওই চিড়িয়াখানায় সব মিলিয়ে মোট পাঁচটি সিংহ ও সিংহী রয়েছে।

এই ঘটনায় বড় বিপদ ঘটতে পারত বলে অনেকেই মনে করছেন। দর্শকরা যেহেতু বুঝতে পারেননি কেন তাঁদের বের করে দেওয়া হচ্ছে, সেই কারণেই আতঙ্কের মাত্রা বেশি হয়নি। আসলে সেই সময় চিড়িয়াখানা বন্ধ হয়ে যাচ্ছিল বলেই তাঁরা ধরে নিয়েছিলেন তাঁদের এমনিই বের করে দেওয়া হচ্ছে। অন্যথায় আতঙ্ক আরও বাড়ত। সেক্ষেত্রে পদপিষ্টের ঘটনাও ঘটতে পারত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। আর সেদিনই আচমকা রাজধানী মিরপুরে দর্শনার্থীর ভিড়ে জমজমাট চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে পড়ল সিংহী!
  • স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে।
  • তবে পরে প্রায় ঘণ্টাদুয়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় সিংহীকে।
Advertisement