নিজস্ব সংবাদদাতা, ঢাকা: নির্বাচন নিয়ে টানাপোড়েন চলছে বাংলাদেশে। নানা টালবাহানায় ইউনুস সরকার ভোট পিছতে চাইছে বলে বিরোধী দলগুলি অভিযোগ তুলছে। নির্বাচন কমিশনও আসরে নেমে সাফ জানিয়েছে, ভোটের জন্য প্রয়োজনীয় সংস্কার তারাই করে নেবে। নির্ধারিত সময়ের মধ্যে ভোট হবে। এসবের মাঝে এবার নতুন করে কর্মসূচি ঘোষণা করল হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার ঢাকার সোহরওয়ার্দি উদ্যানে বিশাল জনসমাবেশ করে নারীর অধিকার প্রতিষ্ঠা-সহ চার দফা দাবি তুলে নতুন করে কর্মসূচির কথা জানালেন সংগঠনের মহাসচিব মওলানা সাজিদুর রহমান। তিনি বলেন, ''নারীর অধিকার প্রতিষ্ঠায় তিন মাসের মধ্যে বিভাগীয় পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হবে।'' নিজেদের দাবিদাওয়া নিয়ে আগামী ২৩ মে দেশজুড়ে মিছিলের ডাক দেওয়া হয়েছে।
শনিবার ঘোষিত কর্মসূচি অনুযায়ী হেফাজতের তরফে দাবি তোলা হয়, অবিলম্বে হেফাজত নেতাদের নামে থাকা সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। সংগঠনটির হিসাব অনুযায়ী, সারা দেশে হেফাজত নেতাদের নামে প্রায় ৩০০টি মামলা রয়েছে। এছাড়া ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ড, ২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফর ঘিরে হত্যাকাণ্ড, ২০২৪ সালের জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার চায় হেফাজতে। এরপর একে একে নারী বিষয়ক সংস্কার কমিশন এবং ধর্ম অবমাননা আইন বাতিলের সুপারিশ প্রত্যাহার, সংবিধানের প্রস্তাবনায় আল্লায় পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা, প্যালেস্টাইন ও ভারতে মুসলিম হত্যা ও নিপীড়ন বন্ধের দাবি নিযে সরব হবেন তাঁরা।
হেফাজতে ইসলাম বাংলাদেশের তরফে মহাসচিব সাজিদুর রহমান শনিবারের সমাবেশে বলেন, ‘‘এসব দাবি আদায়ে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, প্রয়োজনে জেহাদ করব।’’ সমাবেশে ইসলামিক চিন্তাবিদ ও ধর্মীয় নেতা এনায়েতুল্লাহ আব্বাসির বক্তব্য, বিতর্কিত নারী কমিশন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে। সরকারের উদ্দেশে তাঁর বার্তা, ''মানবিক করিডরের নামে বাংলাদেশকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দেবেন না।''
