shono
Advertisement
Tarique Rahman

তারেককে সমর্থন করে NCP ত্যাগ ছাত্র নেতার, দেশে ফিরল খালেদাপুত্রের 'VIP' বিড়ালও

তারেকের পোষা বিড়াল জেবুর ছবি ভাইরাল সমাজমাধ্যমে।
Published By: Kishore GhoshPosted: 12:28 PM Dec 25, 2025Updated: 01:17 PM Dec 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদাপুত্র তারেক রহমান দেশে ফিরতেই বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন? জুলাই গণ আন্দোলনের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়লেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব মির আরশাদুল হক। এখনই বিএনপিতে যোগ না দিলেও ইতিমধ্যে তারেকের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। এদিকে তারেক রহমানের পোষা বিড়াল জেবুর ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। 'ভিআইপি' মর্যাদায় বিশেষ ধরনের খাঁচায় চেপে সেও দেশে ফিরেছে। 'ভিআইপি বিড়াল'  নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ।

Advertisement

দেশে ফিরেছে তারেক রহমানের পোষা বিড়াল জেবু

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, মির আরশাদুল হক এনসিপিতে কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিবের পাশাপাশি নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছিলেন। আসন্ন নির্বাচনে চট্টগ্রাম–১৬ আসনের প্রার্থীও হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাবেক সহ-সভাপতি। সেই তিনিই বৃহস্পতিবার সমাজমাধ্যমের একটি পোস্টে তারেক রহমানকে স্বাগত জানিয়ে লিখেছেন, "আমি এই মুহূর্তে এনসিপি থেকে পদত্যাগ করলাম। চট্টগ্রাম-১৬ সংসদীয় আসনে (বাঁশখালী) এনসিপির হয়ে আমি নির্বাচন করছি না। আজকে একটি বিশেষ দিনে এই ঘোষণাটি দিচ্ছি, যেদিন দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সুস্বাগতম।"  

উল্লেখ্য, ১৭ বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্লেষকদের একাংশ মনে করছে, গত বছর জুলাই-আগস্ট আন্দোলনে শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করতে সক্ষম হবেন তারেক। ছাত্রনেতার এনসিপি ত্যাগ করে বিএনপি নেতাকে সমর্থন তারই ইঙ্গিত। এদিন ঢাকায় লক্ষ লক্ষ মানুষের জমায়েত প্রমাণ করেছে নেতা হিসাবে তারেকের গ্রহণযোগ্যতা। যদিও বাংলাদেশকে সর্বস্তরে ঐক্যবদ্ধ করার পরীক্ষা রয়েছে সামনে। তার চেয়ে বড় কথা, ইসলামী মৌলবাদকে নিয়ন্ত্রণ করে দেশে গণতন্ত্র ফেরানোর কঠিন চ্যালেঞ্জ। খালেদাপুত্র এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হন কিনা, সময়ই সেই উত্তর দেবে। 

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গেই দেশে ফিরেছে তাঁর পোষা বিড়াল জেবু। তারেকের পরিবারের সদস্যদের সঙ্গে বিমানযাত্রা করে বৃহস্পতিবার লন্ডন থেকে ঢাকায় এসেছে বিড়ালটিও। বিএনপির ফেসবুক পেজে জেবুর দেশে আসার কথা জানানো হয়। সঙ্গে জুড়ে দেওয়া হয় ছবি। ক্যাপশনে লেখা রয়েছে, ‘দেশে ফিরেছে জেবু’।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৭ বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
  • যদিও বাংলাদেশকে সর্বস্তরে ঐক্যবদ্ধ করার পরীক্ষা রয়েছে সামনে।
Advertisement