shono
Advertisement

Breaking News

Sheikh Mujibur Rahaman

'বঙ্গবন্ধু' নন মুজিবর রহমান! বাংলাদেশে স্কুলের পাঠ্যবইতে রাতারাতি বদলে গেল পরিচয়

রবিবার থেকে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই দেওয়া হয়েছে পড়ুয়াদের।
Published By: Sucheta SenguptaPosted: 02:22 PM Dec 29, 2025Updated: 02:58 PM Dec 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন পিছনের দিকে এগিয়ে যাওয়া! আত্মবিস্মৃতির পথে ক্রমশ এগিয়ে চলেছে ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ। আরও শক্তপোক্ত হল 'বঙ্গবন্ধু' (Bangabandhu) মুজিবর রহমানকে মুছে দেওয়ার কাজ। এবার নয়া শিক্ষাবর্ষে স্কুলের পাঠ্যবইয়ে মুজিবের ভাষণ অংশ থেকে 'বঙ্গবন্ধু' শব্দটি তুলে দেওয়া হল! বদলে লেখা হয়েছে শুধুমাত্র শেখ মুজিবর রহমান (Sheikh Mujibur Rahman)। অথচ গত বছরের পাঠ্যবইতেও তাঁর পরিচয় জানানো হয়েছিল যথাযথ গুরুত্ব সহকারে। এখন ছাব্বিশের নির্বাচনের আগে আচমকা 'বঙ্গবন্ধু' বাদ দেওয়ায় একাধিক প্রশ্ন উঠে গিয়েছে।

Advertisement

২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা নতুন বছরের শুরুর আগেই সরকারি পাঠ্যবই প্রকাশিত হয়েছে অনলাইনে। রবিবার থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে এসব নতুন পাঠ্যবই পড়া যাচ্ছে। এনসিটিবি জানিয়েছে, আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বইয়ের ছাপা কপি তুলে দেওয়া হবে। সেই বইয়ের অনলাইন সংস্করণেই দেখা গেল, মুক্তিযুদ্ধের সময় ৭ মার্চ জাতির উদ্দেশে মুজিবের ভাষণ অংশটিতে লেখা, শেখ মুজিবুর রহমান। বাদ দেওয়া হয়েছে 'বঙ্গবন্ধু' শব্দটি। এর আগে ২০২৫ সাল পর্যন্ত স্কুলের পাঠ্যবইতে শেখ মুজিবুর রহমানকে (Sheikh Mujibur Rahman) ‘বঙ্গবন্ধু’ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হতো।

‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয় বইয়ের ২১ নং পাতায় এই বদল ঘটানো হয়েছে। অনলাইন সংস্করণ ভালোভাবে খতিয়ে দেখে শিক্ষাবিদরা জানাচ্ছেন, ‘পাঠ–২: ৭ই মার্চের ভাষণ’ অংশে মোট সাতবার মুজিবের নাম রয়েছে। তার প্রত্যেকটিতেই মুজিবের আগে ‘বঙ্গবন্ধু’ বাদ। সেখানে তাঁর গোটা নাম দেওয়া। এর আগে বঙ্গবন্ধুর নাম থেকে 'জাতির পিতা' বাদ পড়েছে। ইউনুসের আমলে জাতীয় স্লোগানের তকমা হারিয়েছে মুজিবের তোলা 'জয় বাংলা' স্লোগান। আর এবার তাঁর সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় 'বঙ্গবন্ধু' উপাধিও তুলে দিল ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

এনিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে নানা মহলে। বিশেষজ্ঞদের একাংশের মত, এটা আসলে বাংলাদেশ গঠনে মুজিবের ভূমিকা কিছুতেই মানতে চাইছে না আজকের শাসকরা। আরেক দল মনে করছে, এভাবে 'জাতির পিতা', 'বঙ্গবন্ধু' শেখ মুজিবুর রহমানের  গুরুত্ব কমানো যাবে না। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের বাংলাদেশের ইতিহাস থেকে মুছে যাচ্ছেন 'বঙ্গবন্ধু'।
  • এবার স্কুলের পাঠ্যবইয়ে শেখ মুজিবর রহমানের নামের আগে 'বঙ্গবন্ধু' উপাধি বাদ পড়ল।
Advertisement