shono
Advertisement
Bangladesh

মনোনয়নপত্র বৈধ তারেক রহমানের, তবে বাতিল প্রাক্তন এনসিপি নেত্রী তাসনিম জারার

খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে তাঁর মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
Published By: Subhodeep MullickPosted: 09:57 AM Jan 04, 2026Updated: 03:10 PM Jan 04, 2026

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: ঢাকা-১৭ এবং বগুড়া-৬ সদর সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে তাঁর মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

Advertisement

শনিবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। একই আসনে বাংলাদেশ জামাতে ইসলামি মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ বলে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, ঢাকা-৯ আসনের নির্দল প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রাক্তন নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তাঁর আপিলের সুযোগ আছে। জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামি ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপি-র নির্বাচনী জোট নিয়ে প্রতিবাদ জানিয়ে দল থেকে পদত্যাগ করেছিলেন তিনি।

দলীয় সূত্রে জানা যায়, ২০০৮ সাল পর্যন্ত সব জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন বিএনপির দখলে ছিল। এর মধ্যে ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারবার সংসদ সদস্য হন খালেদা জিয়া। ২০১৪ সালে এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাপার নুরুল ইসলাম বিজয়ী হন। ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। তবে তিনি শপথ না নেওয়ায় উপনির্বাচনে বিএনপির গোলাম মো. সিরাজ বিজয়ী হন। পরে দলীয় সিদ্ধান্তে পদত্যাগ করলে আরেকটি উপনির্বাচনে জেলা আওয়ামি লিগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান বিজয়ী হন। ২০২৪ সালের নির্বাচনেও তিনি জয়ী হন। এবার এখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রার্থী করেছে বিএনপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঢাকা-১৭ এবং বগুড়া-৬ সদর সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।
  • বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে তাঁর মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
Advertisement