shono
Advertisement
Shubman Gill and Abhishek Sharma

'অনেক বেশি ধারাবাহিক...', গিল-অভিষেকের মধ্যে কাকে এগিয়ে রাখলেন 'গুরু' যুবরাজ?

দুই ক্রিকেটারের মধ্যে পার্থক্য কোথায়?
Published By: Arpan DasPosted: 09:36 AM Jan 07, 2026Updated: 03:28 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু'জনে ঘনিষ্ঠ বন্ধু, সতীর্থ। আবার দু'জনেই প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের ছাত্র। কিন্তু বর্তমানে দুই ক্রিকেটারের পরিস্থিতি দু'রকম। শুভমান গিল ও অভিষেক শর্মা (Shubman Gill and Abhishek Sharma), এঁদের মধ্যে এগিয়ে কে? কেনই বা এগিয়ে? সেই নিয়ে মুখ খুললেন খোদ যুবরাজ।

Advertisement

শুভমান টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক। কিন্তু বাদ পড়েছেন টি-টোয়েন্টি দল থেকে। আবার টি-টোয়েন্টি দল অভিষেক শর্মাকে ছাড়া অসম্পূর্ণ। বিশ্বকাপেও খেলবেন। কিন্তু এখনও ওয়ানডে বা টেস্ট দলে সুযোগই পাননি। দুই ক্রিকেটারের মধ্যে কোথায় পার্থক্য? 'গুরু' যুবরাজ এগিয়ে রাখছেন শুভমান গিলকে। যুবি বলছেন, "আমি কোভিডের সময় ওদের সঙ্গে কাজ করা শুরু করি। আমি বুঝেছিলাম, শুভমান সব সময় এক পা এগিয়ে থাকে। তখন ও ভারতের হয়ে দু'টো ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু যে কোনও ক্রিকেটারের থেকে গিল অনেক বেশি পরিশ্রমী। আমি যখনই যা পরামর্শ দিয়েছি, তা সহজেই কাজে লাগিয়েছে। তাই আজ ও এই জায়গায়।"

আর অভিষেককে নিয়ে তাঁর মতামত, "আমি ওকে একটা ধারাবাহিক পদ্ধতির মধ্যে দিয়ে যেতে বলেছিলাম। আমি তখনই বলেছিলাম, যদি তুমি আমার পরামর্শ শোনো, তাহলে ৪ বছর পর ভারতের হয়ে খেলবে। আইপিএল নয়, ভারতের হয়ে খেলার কথা ভাবো। ৪ বছর ৩ মাস পর সেটাই হয়েছে। অনেকে বুঝতে পারছে না, ও কতটা প্রতিভাবান। পরিশ্রম করেছে, তার ফল পাচ্ছে।"

কিন্তু যুবি মনে করেন, অভিষেকের থেকে গিল অনেক বেশি ধারাবাহিক। তিনি বলছেন, "আমি অভিষেককে বলেছিলাম, যদি ধারাবাহিক হতে চাও, তাহলে সেঞ্চুরি করো। মাঠে নিজের দাপট দেখাও। সমস্যা হল, ওরা ৩৬-৪০ বলে সেঞ্চুরি করতে চায়। সেই সেঞ্চুরিটা ৫০-৫৫ বলে খুশি হয় না। এই জন্য মনে শুভমান অনেক বেশি ধারাবাহিক। কারণ ও নিজেকে সময় দেয়। অভিষেক সেভাবে তৈরি হয়নি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দু'জনে ঘনিষ্ঠ বন্ধু, সতীর্থ। আবার দু'জনেই প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের ছাত্র।
  • কিন্তু বর্তমানে দুই ক্রিকেটারের পরিস্থিতি দু'রকম।
  • শুভমান গিল ও অভিষেক শর্মা, এঁদের মধ্যে এগিয়ে কে? কেনই বা এগিয়ে? সেই নিয়ে মুখ খুললেন খোদ যুবরাজ।
Advertisement