সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের ক্ষমতা আবারও দখলের জন্য আগেই ঝাঁপিয়েছে বিএনপি। সদ্যপ্রয়াত দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান (Tarique Rahman) দেশে ফেরার পর আগামী ফেব্রুয়ারিতে সংসদীয় নির্বাচনে লড়বেন বলে প্রার্থী হয়েছেন। এবার মায়ের শূন্যস্থান পূরণ করার পালা। দলের হাল ফেরাতে এবার খালেদার সেই পদে বসতে চলেছেন তারেক রহমান। জানা গিয়েছে, খুব শিগগিরই চেয়ারম্যান হবেন তিনি। এই সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি শেষ বলে রবিবার জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির।
অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন বিএনপির চেয়ারপারসন তথা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ অবস্থায় অলিখিতভাবে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতেন লন্ডন প্রবাসী খালেদাপুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। দীর্ঘ রোগভোগের পর সম্প্রতি মৃত্যু হয়েছে খালেদা জিয়া। এবার শক্ত হাতে হাল ধরতে তারেক রহমানকে চেয়ারপার্সন করার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। রবিবার সন্ধ্যায় সিলেটে সংবাদিক বৈঠকে মির্জা ফখরুল জানিয়েছেন, ‘‘আগামী দু-এক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে। আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে, তবে সেটা সর্বদলীয় সরকার হবে না। কারণ মানুষ এতদিন নিজেদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। দীর্ঘদিন পর তাঁরা তা ফিরে পেয়েছেন।’’
দীর্ঘ ১৭ বছর বাদে লন্ডন থেকে ঢাকা ফিরেছেন তারেক রহমান। সেইসঙ্গে খালেদা জিয়ার জানাজায় ইতিহাসের সর্ববৃহৎ গণজমায়েতকে জাতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মতে, এই বিপুল মানুষের উপস্থিতি শুধু আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অঙ্কে বাস্তব প্রভাব ফেলতে পারে। দল-মত নির্বিশেষে খালেদা জিয়ার প্রতি মানুষের সহানুভূতি, ভালোবাসা ও আবেগ বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জনসমর্থন বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ধারণা করা হচ্ছে, সংখ্যাগরিষ্ঠতা নির্বাচনে বিজয়ী হবে বিএনপি। তাহলে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করবেন তারেক রহমানই। দীর্ঘদিনের রাজনৈতিক সংকট, আন্দোলন ও দমন-পীড়নের প্রেক্ষাপটে খালেদা জিয়ার জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিএনপিকে নতুন করে জনমনে জায়গা করে দিয়েছে।
