shono
Advertisement
Bangladesh

বিয়ে করছে প্রেমিকা, খবর পেয়ে তিনশো কিমি পেরিয়ে তরুণীর বাড়িতেই আত্মহত্যা তরুণের!

টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছিল দু'জনের।
Published By: Biswadip DeyPosted: 03:47 PM Aug 06, 2025Updated: 03:47 PM Aug 06, 2025

সুকুমার সরকার, ঢাকা: টিকটকের মাধ্যমে পরিচয়। ক্রমে সম্পর্ক গড়িয়েছিল প্রেমে। কিন্তু শেষপর্যন্ত এর পরিণতি হল মর্মান্তিক। প্রেমিকার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর দীর্ঘ পথ পেরিয়ে তাঁর বাড়ি যান প্রেমিক। সেখানেই অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। যেখানে মারা যান তিনি। দাবি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তিনি। এমনই ঘটনার সাক্ষী সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। পরে তুলে দেওয়া হয় পরিবারের হাতে।

Advertisement

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। শহিদ এম মনসুর আলি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল ২৪ বছর বয়সি গোলাম ফিরদৌস দুর্লভকে। তাঁর বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার লাইরিহাট পাতিলভাসা গ্রামে। তিনি স্নাতক স্তরের পড়ুয়া ছিলেন। মোবাইলে টিকটক করার সময় তাঁর সঙ্গে আলাপ সিরাজগঞ্জের এক তরুণীর। ক্রমে তাঁরা পরস্পরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু তিন মাস পর মেয়েটির অন্যত্র বিয়ে ঠিক হয়। বিষয়টি জানতে পেরে প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিরাজগঞ্জে আসেন তিনি। সেখানে তরুণীর বাড়িতে তিনি বিষপান করেন বলেই অভিযোগ। মঙ্গলবার মৃত্যু হয় তাঁর।

পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে দুর্লভের দেহ। তাঁর পরিবারের সদস্যরা পুলিশের সহায়তা নিয়ে চৌবাড়ি গিয়ে তরুণী, তাঁর মা এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। অনার্স পড়ুয়া তরুণী তাঁর মা-বাবার সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। পরে পুলিশের উপস্থিতিতে তাঁরা কথা বলেন নিহত তরুণের পরিবারের সঙ্গে।

তরুণীর দাবি, তাঁর বিয়ে ঠিক হয়েছে একথা তিনি জানিয়েছিলেন ওই তরুণীকে। কিন্তু প্রথমে দুর্লভ বিষয়টি সেভাবে গুরুত্ব দেননি। পরে তিনি দীর্ঘ পথ পেরিয়ে সিরাজগঞ্জে উপস্থিত হন। সেখানেই তিনি বিষপান করেন বলে জানিয়েছেন তরুণী। এদিকে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে চাইলে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করতে পারেন দুর্লভের পরিবার, এমনটাই জানাচ্ছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টিকটকের মাধ্যমে পরিচয়। ক্রমে সম্পর্ক গড়িয়েছিল প্রেমে। কিন্তু শেষপর্যন্ত এর পরিণতি হল মর্মান্তিক।
  • প্রেমিকার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর দীর্ঘ পথ পেরিয়ে তাঁর বাড়ি যান প্রেমিক। সেখানেই অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে।
  • যেখানে মারা যান তিনি। দাবি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তিনি। এমনই ঘটনার সাক্ষী সিরাজগঞ্জের কামারখন্দ।
Advertisement