shono
Advertisement
Bangladesh

বাংলাদেশে ভোটের ঢাকে কাঠি, দুই শতাধিক আসনে প্রার্থী ঘোষণা বিএনপির, ৩ আসনে লড়বেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান বগুড়ায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।
Published By: Kishore GhoshPosted: 09:05 PM Nov 03, 2025Updated: 09:05 PM Nov 03, 2025

সুকুমার সরকার ঢাকা: বাংলাদেশে ভোটের ঢাকে কাঠি পড়ল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিএনপি। সোমবার বিকেলে রাজধানী ঢাকার গুলশানে দলটির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করেন।

Advertisement

এদিন সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তিন আসনে প্রার্থী হবেন। তিনি ফেনি-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে নির্বাচনে লড়বেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানান মির্জা ফখরুল। ঠাকুরগাঁও-১ আসন থেকে লড়বেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই।

সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মইন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন। এর আগে বাংলাদেশি সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির সদস্যরা।

প্রায় পাঁচ ঘণ্টার এই বৈঠকে লন্ডন থেকে ভারচুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এই বৈঠক হয়। উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের শুরুতে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবে পদ্মপাড়ের নির্বাচন কমিশন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রায় পাঁচ ঘণ্টার এই বৈঠকে লন্ডন থেকে ভারচুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
  • ডিসেম্বরের শুরুতে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবে পদ্মপাড়ের নির্বাচন কমিশন।
Advertisement