shono
Advertisement
Bangladesh

ছাত্র আন্দোলন দমনে ইউনুসের 'হিটলারি', সচিবালয়ে ভাঙচুরে ১২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা!

শিক্ষার্থীদের উপর লাঠিপেটার অভিযোগ উঠেছে মহম্মদ ইউনুসের পুলিশের বিরুদ্ধে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 09:00 PM Jul 23, 2025Updated: 09:08 PM Jul 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাত্ররাই এক সময় আন্দোলন করে তাঁকে ক্ষমতায় এনেছিলেন। এবার সেই ছাত্রদের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করছে মহম্মদ ইউনুসের সরকার। ২১ জুলাই দুপুরে বিমান দুর্ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছিল জনতা। মাইলস্টোন স্কুল ও কলেজে ভয়ংকর দুর্ঘটনার পরেও এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় এবং আরও একগুচ্ছ অভিযোগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে উত্তাল হয় ঢাকা। ২২ জুলাই দুপুরে থেকে রাজধানীর সচিবালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এই ঘটনায় এবার ১২০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, ডিএমপির সচিবালয় নিরাপত্তা বিভাগের এসআই গোলাম মুক্তি মাহমুদ মঙ্গলবার রাতে এই মামলা করেন। বুধবার এজাহার গ্রহণ করে ঢাকার মহানগর হাকিম মহম্মদ সাইফুজ্জামান আগামী ২৮ অগাস্টের মধ্যে তদন্ত প্রতিবেদেন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় ‘দাঙ্গা সৃষ্টি করে সচিবালয়ে প্রবেশ, ভাঙচুর ও আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপের’ অভিযোগ করা হয়েছে। বিভিন্ন কলেজের অজ্ঞাত শিক্ষার্থী ও ‘স্বার্থান্বেষী দুষ্কৃতকারীদের’ অভিযুক্ত করা হয়েছে।

মামলায় আরও বলা হয়েছে, আন্দোলন চলাকালে নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের সকল গেট বন্ধ করে দেওয়া হয়। তাদের সচিবালয়ে প্রবেশ না করার জন্য বিভিন্নভাবে অনুরোধ করা হয়। পরে তারা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে পুলিশের বেরিক্যাড ভেঙে সচিবালয়ের মেইন গেটের সামনে এসে দাঙ্গা সৃষ্টি করে। গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। তখন তাদের বাধা দিলে কর্তব্যরত পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনী-সহ আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপ করে। এতে অনেকে গুরুতর আহত হন। এছাড়া সরকারি গাড়ি ভাঙচুর করে ক্ষতিসাধন, বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়। অন্য়দিকে, পালটা শিক্ষার্থীদের উপর লাঠিপেটার অভিযোগ উঠেছে মহম্মদ ইউনুসের পুলিশের বিরুদ্ধে। আহত ৭৫ জন ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement