সুকুমার সরকার ঢাকা: বাংলাদেশে নির্বাচনে ভারতের 'মাথা গলানো'র অভিযোগে যথেষ্ট আপত্তিজনক মন্তব্য করেছিল ঢাকা। তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূতকে ডেকে কড়া বার্তা দিয়েছিল নয়াদিল্লি। তারপরই পরিস্থিতি সমঝে সুর নরম করল ইউনুস সরকারের। বৃহস্পতিবার বিকেলে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিক বৈঠক করে বিদেশি দূতাবাসগুলির নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেছেন বিদেশ সচিব আসাদ আলম সিয়াম। আগামী বছর ফেব্রুয়ারির ১২ তারিখ বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। তার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকায় বিদেশি দূতাবাসগুলিকে জানাতে সাংবাদিক বৈঠক করেন তিনি। তার মাঝেই নিরাপত্তা বিষয়ে আশ্বাস দিলেন বিদেশ সচিব।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, নির্বাচন কমিশন বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবে। তাঁদের নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে আমন্ত্রণও জানানো হবে। আগামী বছর জোড়া ভোট উপলক্ষে সশস্ত্র বাহিনী-সহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনশৃঙ্খলা রক্ষার্থে সতর্ক ও সচেষ্ট রয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। আসন্ন নির্বাচন, নিরাপত্তা-সহ বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে উন্নয়ন অংশীদার, বিদেশি কূটনীতিক ও গুরুত্বপূর্ণ শরিকদের নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিক বৈঠক হয়।
বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে তিরিশটির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত দেশ ও সংস্থার প্রতিনিধিদের মধ্যে ছিলেন ভারত, যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, নরওয়ে, অস্ট্রেলিয়া, রাশিয়া, চিন, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, প্যালেস্টাইন, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, মরক্কো, ইউরোপীয় ইউনিয়ন, রাষ্ট্রসংঘ। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের আধিকারিকরা জানান, নির্বাচনের তফসিল ঘোষণা, এরপর নিরাপত্তা পরিস্থিতি-সহ সামগ্রিক বিষয় সবিস্তারে জানানো হয়েছে। বিদেশি কূটনীতিক-সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও পদক্ষেপ জানানো হয়।
