shono
Advertisement
Bangladesh

নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা, দেশবাসীকে বাংলাদেশ ভ্রমণ নিয়ে সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যে কোনও ধরনের ভিড় থেকে দূরে থাকার পরামর্শ মার্কিন দূতাবাসের।
Published By: Tiyasha SarkarPosted: 07:22 PM Dec 16, 2025Updated: 07:27 PM Dec 16, 2025

সুকুমার সরকার, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে ফের অশান্তির আশঙ্কা। দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ নিয়ে সতর্কবার্তা ঢাকার মার্কিন দূতাবাসের। সোমবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের কথায়, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচিও বাড়বে। প্রচারের ঝাঁজ বাড়বে। তাতেই অশান্তির আশঙ্কা রয়েছে। ভোটকে সামনে রেখে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভও হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে। তাই বড় ধরনের জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলাই ভালো।

গোটা পরিস্থিতি বিবেচনা করে আগেভাগেই মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে সচেতন থাকার কথা বলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করা এবং যে কোনও ধরনের ভিড় থেকে দূরে থাকার পরামর্শ মার্কিন দূতাবাসের। জরুরি প্রয়োজনে ঢাকার মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে যোগাযোগ রাখার কথাও বলা হয়েছে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে ফের অশান্তির আশঙ্কা।
  • দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ নিয়ে সতর্কবার্তা ঢাকার মার্কিন দূতাবাসের। সোমবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
Advertisement