shono
Advertisement
Mango

দিল্লির মন পেতে হাসিনার আম-কূটনীতিতেই আস্থা ইউনুসের, মোদিকে পাঠালেন ঝুড়িভর্তি হাঁড়িভাঙা

এর আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ৩০০ কেজি আম পাঠিয়েছিলেন ইউনুস।
Published By: Sucheta SenguptaPosted: 08:48 PM Jul 11, 2025Updated: 08:48 PM Jul 11, 2025

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে বসার পর থেকেই বাংলাদেশের অতীত ইতিহাস মুছতে সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছে তাঁকে। হাসিনা আমলের সবকিছুতেই বদল আনতে তৎপর তাঁর নেতৃত্বাধীন প্রশাসন। এমনকী বঙ্গবন্ধু মুজিবর রহমানকেও বিস্মৃত করে দিতে চাইছে তারা। তবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে হাসিনার কৌশলেই আস্থায় রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস। সেই ঐতিহ্য জারি রেখে আমি-কূটনীতির অঙ্গ হিসেবে এবারও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আম পাঠাচ্ছেন ইউনুস। জানা গিয়েছে, দেশের উত্তরের জনপদ জেলা রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম উপহার হিসেবে পাঠানো হচ্ছে।

Advertisement

গত কয়েক বছর ধরে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কেন্দ্র ও রাজ্য সরকারদের কাছে উপহার হিসেবে আম পাঠিয়েছেন। এবারও সেই পথ ধরে ড. ইউনুস বৃহস্পতিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য আম পাঠিয়েছেন। দিল্লিতে বাংলাদেশের দূতাবাস সূত্রেই এই খবর নিশ্চিত করা হয়েছে। আমের চালান এরই মধ্যে সীমান্ত পেরিয়ে দিল্লিতে পৌঁছে গিয়েছে। খুব শিগগিরই এই আম প্রধানমন্ত্রী মোদির বাসভবন ৭ নম্বর লোককল্যাণ মার্গে পাঠানো হবে বলেও জানা যাচ্ছে।

এর আগে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৩০০ কেজি রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুস। বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এই উপহার সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশ করে। রংপুর থেকে সরাসরি পিকআপ ভ্যানে করে পাঠানো হয় আমগুলো, যা পরে আখাউড়া স্থলবন্দরে কাস্টমস কার্যক্রম শেষে আগরতলা বন্দরে পৌঁছে দেওয়া হয়। আমগুলো ছিল ৬০টি কার্টনে প্যাক করা, সবই প্রিমিয়াম কোয়ালিটির হাঁড়িভাঙা জাতের। ত্রিপুরার আগরতলা বন্দরে পৌঁছানোর পর উপহারসামগ্রীটি বাংলাদেশের সহকারী হাইকমিশনের আধিকারিক চঞ্চল দের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন আগরতলা বন্দর সুপারিন্টেনডেন্ট দেবাশিস নন্দী।

প্রসঙ্গত, আমের মরশুমে ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের আম উপহার পাঠানোর এই রেওয়াজ শুরু হয়েছিল শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই আমলে। দেখা যাচ্ছে, হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারও সেই কূটনৈতিক পরম্পরা বজায় রেখেছে। শেখ হাসিনা অবশ্য শুধু দিল্লিতেই নয়, ভারতে বাংলাদেশের দুই প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের আম পাঠাতেন। ড. ইউনুসের আমলে এবারও তার ব্যতিক্রম হল না। বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে ৩০০ কেজি রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। অন্যদিকে, বাংলাদেশ সরকারের জন্যও উপহার হিসেবে আসে ত্রিপুরার বিখ্যাত এবং রসালো কুইন জাতের আনারস। সেই পরম্পরা চলছেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হাসিনার আম-কূটনীতিতেই আস্থা ইউনুসের।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য বিখ্যাত হাঁড়িভাঙা আম পাঠালেন তিনি।
Advertisement