সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না 'সারেগামাপা' খ্যাত বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেলের। বর্তমানে এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে বন্দি তিনি। এই পরিস্থিতিতে আদালতে বিস্ফোরক দাবি করলেন গায়কের আইনজীবী। তাঁর দাবি, অভিযোগকারিণী তরুণী নাকি গায়কেরই স্ত্রী। ফলে আটকে রাখার কোনও বিষয়ই নেই। নির্যাতিতা ভুল বোঝাবুঝির জেরে পুলিশের দ্বারস্থ হন বলেও আদালতে জানান নোবেলের আইনজীবী।
সোমবার বাংলাদেশের এমার্জেন্সি নম্বরে ফোন করেন এক তরুণী। তিনি অভিযোগ করেন, গায়ক নোবেল সাতমাস ধরে তাঁকে আটকে রেখে ধর্ষণ করেছে। ফোনও কেড়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টা জানামাত্রই নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় নোবেলকে। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়। বাংলাদেশের সংবাদমাধ্যম মারফত পাওয়া খবর অনুযায়ী, সেখানেই নোবেলের আইনজীবী জানান, অভিযোগকারিণী তরুণী নাকি গায়কেরই স্ত্রী। ভুল বোঝাবুঝির জন্যই মামলা করেছেন। এমনকি নির্যাতিতা চার মাসের অন্ত্বঃসত্ত্বা বলেও জানানো হয় আদালতে। আইনজীবী জানান, নোবেল এখনও স্ত্রীর সঙ্গে সংসার করতে চান।
এই বিষয়টা শোনার পরই কাবিননামা দেখতে চান বিচারক। কিন্তু তা দেখাতে পারেননি নোবেলের আইনজীবী। তাঁর যুক্তি, তাড়াহুড়োর কারণে ভুলে গিয়েছেন। যদিও এবিষয়ে নির্যাতিতার তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, আট মাস আগেই নেশামুক্তি কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন গায়ক। অতীতে রবীন্দ্রনাথকে নিয়ে আলটপকা মন্তব্য করায় বিতর্কে জড়িয়েছিলেন তিনি। গায়কের প্রথম স্ত্রীকে নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল।
