সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পর্দায় আসতে চলেছে কমেডি ঘরানার ছবি 'গোলমাল'। এবার পর্দায় আসবে এই ছবির পঞ্চম ফ্র্যাঞ্চাইজি। শোনা যাচ্ছে, এক্কেবারে অন্যভাবে এবার দর্শকের দরবারে আসবে 'গোলমাল' ছবির পঞ্চম ফ্র্যাঞ্চাইজি। শুধু তাই নয় এই ছবির হাত ধরেই ফিরছেন করিনা কাপুর। শোনা যাচ্ছে, ছবিতে খল চরিত্রে দেখা যাবে তাঁকে।
ইতিমধ্যেই ছবির অন্যান্য চরিত্রে কোন অভিনেতারা থাকবেন তা নির্ধারিত হয়েছে। আগের মতোই ছবির মুখ্য চরিত্র অর্থাৎ 'গোপাল'র ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণকে। এছাড়াও ছবিতে থাকবেন আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে ও কুণাল খেমুকে। কানাঘুষো শোনা যাচ্ছে যে, এই পঞ্চম ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন শরমণ যোশীও। ২০০৬ সালে প্রথম 'গোলমাল' ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। এককথায় এই ছবিকে পুরনো টিমের রিইউনিয়ন বললেও ভুল হবে না। একইসঙ্গে দর্শক আশা করছেন যে, ছবিতে জনি লিভার, অশ্বিনী কালেশকর, মুকেশ তিওয়ারি-সহ অন্যান্য অভিনেতাদের উপস্থিতিও আগের মতোই এই কমেডি ঘরানার ছবিতে অন্য মাত্রা যোগ করবে।
বলিউড সূত্র মারফত জানা যাচ্ছে যে, পুরুষ চরিত্রে কোন কোন অভিনেতাকে দেখা যাবে তা চূড়ান্ত হলেও ছবিতে অজয় দেবগণের বিপরীতে দেখা যাবে তা এখনও নির্ধারিত হয়নি। এমনকী শোনা যাচ্ছে যে, ছবির চিত্রনাট্য এবার এমনভাবে মোড় নিতে চলেছে যেখানে মহিলা চরিত্রকেই দেখা যাবে খল চরিত্রে। আর সেখান থেকেই গুঞ্জন দানা বাঁধছে যে, এই ছবিতে করিনা কাপুরের সেই খলচরিত্রের হাত ধরেই প্রত্যাবর্তন ঘটতে চলেছে এই ফ্র্যাঞ্চাইজিতে।
