shono
Advertisement
Seikh Hasina

জমিজমা হাতাতে ভাইকে মৃত দেখিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে FIR, পুলিশ তদন্তে নামতেই পর্দাফাঁস

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রবিবার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন।
Published By: Paramita PaulPosted: 05:50 PM May 31, 2025Updated: 05:53 PM May 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমিজমা হাতাতে ভাইকে মৃত দেখিয়ে পুলিশে অভিযোগ! বাংলাদেশের এই ঘটনায় শোরগোল। জীবিত ওই ব্যক্তির দাবি, সম্পত্তি আত্মসাৎ করতেই নিজের ভাইয়েরা তাঁকে জুলাই আন্দোলনে মৃত বলে দেখিয়েছে। এমনকী, 'হত্যাকারী' হিসেবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তারসরকারের মন্ত্রী ওবায়দুল কাদের-সহ একাধিক ব্যক্তিকে দায়ী করা হয়েছিল। 

Advertisement

গত জুলাই মাসে আন্দোলন চলাকালীন সোলায়মান সেলিম নামে এক ব্যক্তিকে মৃত দেখিয়ে খুনের মামলা দায়ের হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা। বিষয়টি তিনি জানতে পারেন যখন পুলিশ তাঁর ঠিকানায় তদন্তে যায়। জানা গিয়েছে,ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার সোলায়মান সেলিমকে জুলাই আন্দোলনে মৃত দেখিয়ে ঢাকার যাত্রাবাড়ি থানায় খুনের মামলা হয়। দায়ের করেন সেলিমের বড় ভাই। মামলায় প্রধান আসামি শেখ হাসিনা। এছাড়া ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, শামীম ওসমান-সহ ৪১ জনের নাম রয়েছে অভিযোগপত্রে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও দেড়শো থেকে দুশো আওয়ামি লিগের নেতাকর্মীকে।

বিষয়টি জানাজানি হওয়ার পর নিরাপত্তার আশঙ্কায় থানায় সম্প্রতি একটি সাধারণ ডায়েরি করেছেন সেলিম। খুনের মামলা দায়েরকারীর পাশাপাশি যে দুজন সাক্ষী তাঁরাও সেলিমের নিজের ভাই বলে ডায়েরিতে উল্লেখ করেছেন তিনি। তিন ভাইয়ের সঙ্গে জমিজমা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব থাকার কথাও লেখা হয়েছে। সেলিম বলেন, "জীবিত থাকতে যদি কেউ মৃত দেখায়, তার চেয়ে দুঃখের আর কী হতে পারে? আমার ভাইয়েরাই দেখাইছে আমি নাকি মারা গিয়েছি। আমারে মারার জন্যই এই মামলা করছে, জুলাই আন্দোলনকে অছিলা করে। এর মধ্যে আমারে মারতে পারলে এই মামলায় যারা আসামি তারা বিনা কারণে জেল খাটত।"

এদিকে গত বছরের জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আগামিকাল, রবিবার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করা হবে। শনিবার চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জমিজমা হাতাতে ভাইকে মৃত দেখিয়ে পুলিশে অভিযোগ!
  • বাংলাদেশের এই ঘটনায় শোরগোল।
  • জীবিত ওই ব্যক্তির দাবি, সম্পত্তি আত্মসাৎ করতেই নিজের ভাইয়েরা তাঁকে জুলাই আন্দোলনে মৃত বলে দেখিয়েছে।
Advertisement