shono
Advertisement
Bangladesh

প্যান্ডেলে নবমীর পুজো দেখতে ভিড়, চট্টগ্রামে হিন্দু পরিবারের বাড়ি থেকে সোনা ও নগদ চুরি!

অভিযোগ, ৩ ভরি সোনা ও ৮০ হাজার নগদ টাকার সবটাই হাতিয়ে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।
Published By: Biswadip DeyPosted: 07:01 PM Oct 02, 2025Updated: 07:01 PM Oct 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর মণ্ডপে গিয়েছিল গোটা পরিবার। ফিরে আসতেই দেখা গেল সুযোগ বুঝে লুটতরাজ চালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। গোটা বাড়ি তছনছ। আলমারির ভিতরে সোনা, নগদ অর্থ কিছুই আর অবশিষ্ট নেই! এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়াল চট্টগ্রামের বোয়ালগাঁওয়ে।

Advertisement

ঠিক কী ঘটেছে? আশিস সরকার নামের এক ব্যক্তির অভিযোগ, বুধবার নবমীর পুজো দেখতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা পাড়ার মণ্ডপে গিয়েছিলেন রাত ন'টায়। ১১টা নাগাদ বাড়ি ঢুকতেই চমকে ওঠেন। অভিযোগ, গোটা বাড়ি তছনছ করেছে দুষ্কৃতীরা। আলমারিতে থাকা ৩ ভরি সোনা ও ৮০ হাজার নগদ টাকার সবটাই হাতিয়ে নিয়ে গিয়েছে তারা। ঘরের জানলা কাটা। অনুমান, হয়তো এখান দিয়েই ভিতরে প্রবেশ করেছিল দুষ্কৃতীরা। উপজেলা আধিকারিকেক গাড়ি চালান আশিসবাবু। এটাই তাঁর পেশা। তিনি জানিয়েছেন, অনেক পরিশ্রম করে যেটুকু সঞ্চয় করতে পেরেছেন তার পুরোটাই এভাবে খোওয়া যাওয়ায় তিনি যারপরনাই হতাশ।

পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই আশিসবাবু লিখিত অভিযোগ জমা দিয়েছেন থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত শুরু করেছে। দ্রুত দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাসও দিয়েছেন পুলিশ কর্তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুজোর মণ্ডপে গিয়েছিল গোটা পরিবার। ফিরে আসতেই দেখা গেল সুযোগ বুঝে লুটতরাজ চালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। গোটা বাড়ি তছনছ।
  • আলমারির ভিতরে সোনা, নগদ অর্থ কিছুই আর অবশিষ্ট নেই!
  • এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়াল চট্টগ্রামের বোয়ালগাঁওয়ে।
Advertisement