সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বদলের যেন অন্ত নেই। বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশে তাঁরই সমস্ত স্মৃতি মুছে দিতে তৎপর ইউনুস সরকার। এবার বাংলাদেশ রাষ্ট্রের নামই পরিবর্তনের দাবি তুলল একটি ইসলামিক দল। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এবার বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। সেক্ষেত্রে বর্তমান নাম 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' বদলে দিয়ে 'পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ' নাম দেওয়ার 'আবদার' করেছে।

বৃহস্পতিবার, জাতীয় সংসদে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলি রিয়াজের হাতে দেশের নামপ্রস্তাবের মত তুলে ধরেন ইসলামি আন্দোলনের প্রতিনিধিরা। দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহম্মেদ শেখ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলি আকন, যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম প্রতিনিধি দলে ছিলেন। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ টি প্রস্তাবের মধ্যে দলটি ১৩০টি প্রস্তাবে একমত, ২৫টি দ্বিমত এবং ১১টিতে আংশিকভাবে একমত হয়েছে। এছাড়া দলটি ৪১টি নতুন প্রস্তাব এবং ৪টি মৌলিক প্রস্তাব দিয়েছে। চারটি মৌলিক প্রস্তাবের কথা তুলে ধরে দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলি আকন বলেন, ''জাতীয় পর্যায়ে আত্মশুদ্ধি না থাকলে মানুষ সৎ, যোগ্য ও দেশপ্রেমিক হতে পারে। এর জন্য সকল পর্যায়ে আত্মশুদ্ধি বা শুদ্ধাচারের কথা বলেছি।'' তাঁর আরও বক্তব্য, ''আল্লাহর কাছে, বিবেকের কাছে, জনগণের কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্পষ্ট জবাব দিতে হবে।'' বাংলাদেশের নাম পরিবর্তনের সুপারিশের প্রসঙ্গে আশরাফ আলি আকন বলেন, ''বাংলাদেশ হবে একটা জনকল্যাণ রাষ্ট্র। জনকল্যাণ নামটা দেখলে মানুষের মনে যাতে অকল্যাণ চিন্তা না আসে, এর জন্য আমরা পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ - এই নাম প্রস্তাব করেছি।'' স্বাধীনতার পরে সকলের অংশগ্রহণে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু হয়েছে, যাতে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলি রিয়াজ। তিনি বলেন, ''এই প্রক্রিয়ার মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করতে পারব। আমাদের সব প্রস্তাবে সবাই একমত হবে বলে আমরা মনে করি না।''