shono
Advertisement
Jamat-e-Islami

বিএনপির পর এবার জামাতের চিন-প্রীতি! জিনপিং সরকারের আমন্ত্রণে 'গুরুত্বপূর্ণ' সফর

আগামী ১১ থেকে ১৫ জুলাই পর্যন্ত জামাতের ৯ জন প্রতিনিধি চিন যাচ্ছেন।
Published By: Sucheta SenguptaPosted: 02:03 PM Jul 09, 2025Updated: 02:06 PM Jul 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউনুস জমানায় বেশিরভাগ রাজনৈতিক দলেরই চিন-প্রীতি বাড়ছে! ইতিমধ্যে দু'বার চিন সফর সেরে এসেছে বিএনপির প্রতিনিধিদল। এবার সেখানে 'গুরুত্বপূ্র্ণ' সফরে যাচ্ছেন জামাত-ই-ইসলামির প্রতিনিধিরা। আগামী ১১ থেকে ১৫ জুলাই পর্যন্ত জামাতের ৯ জন প্রতিনিধি চিন যাচ্ছেন, তা জানানো হয়েছে দলের ফেসবুক পেজে। নেতৃত্ব দেবেন দলের অন্যতম শীর্ষ নেতা শফিকুর রহমান। চিন থেকে আসা সরকারি আমন্ত্রণ রক্ষায় এই সফর তাদের। তবে এর নেপথ্যে অন্য সমীকরণ রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

মঙ্গলবার রাতে ঢাকার চায়না দূতাবাসে জামাত নেতাদের সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চিনা কর্তৃপক্ষ। সেখানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সংবর্ধনা অনুষ্ঠানে জামাতের ছাড়াও অংশ নেন নায়েবে আমির ও প্রাক্তন এমপি ডা. সৈয়দ আবদুল্লা মহম্মদ তাহের, সাধারণ সম্পাদক ও প্রাক্তন এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সাধারণ সম্পাদক মওলানা এটিএম মাছুম, মওলানা আবদুল হালিম, মওলানা মহম্মদ শাহজাহান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এখানে বক্তব্য রাখতে গিয়ে জামাতের তরফে মিয়া গোলাম পরওয়ার চিন সফরকে ‘গুরুত্বপূর্ণ’ বলে আখ্যা দেন। তাঁর বক্তব্য, এই সফরে চিনের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে আলোচনা হবে, যা জামাত এবং বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এটা দল হিসেবে জামাত-ই-ইসলামির দ্বিতীয় চিন সফর বলে জানান গোলাম পরওয়ার। চিনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হয়েছে। সেই উপলক্ষে চিন সরকার জামাতের এই প্রতিনিধি দলকে আমন্ত্রণ জনিয়েছে।

এদিকে, চিনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত মাসে বিএনপির এক বড়সড় প্রতিনিধিদল চিন সফরে গিয়েছিল। চলতি বছরের শুরুতে আরও দু'বার বিএনপি চিনে গিয়েছিল। তাতে স্পষ্ট ছিল তাদের রাজনৈতিক উদ্দেশ্য। হাসিনাবিহীন বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকারকে উপর নির্বাচনী চাপ বাড়াচ্ছে খালেদা জিয়ার দল। চিনকে পাশে পেলে রাজনৈতিক ক্ষেত্রে বিএনপি ফায়দা তুলতে পারবে। নির্বাচনী আবহে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবার জামাতের চিন সফরেও সেই রাজনৈতিক সমীকরণের সম্ভাবনাই উসকে উঠছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিএনপির পর এবার চিন সফরে বাংলাদেশের জামাত-ই-ইসলামি।
  • আগামী ১১ থেকে ১৫ জুলাই পর্যন্ত জামাতের ৯ জন প্রতিনিধি চিন যাচ্ছেন।
  • জিনপিং সরকারের আমন্ত্রণে 'গুরুত্বপূর্ণ' সফর বলে উল্লেখ করেছে জামাত।
Advertisement