shono
Advertisement
Khaleda Zia Died

ভোটে খালেদা প্রার্থী হলেও বিকল্প রেখেছিল বিএনপি, ৩ আসনে এখন লড়বেন কারা?

বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়াকে প্রার্থী করা হয়েছিল।
Published By: Sucheta SenguptaPosted: 09:18 AM Dec 30, 2025Updated: 01:48 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিলেন চির-অপ্রতিদ্বন্দ্বী। যখন যে আসন থেকে ভোটে লড়াই করেছেন, জয় ছাড়া কিছুই হয়নি। বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার আসন বদল করে নির্বাচনী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে আসলে নিজেই নিজের কাছে মতো অগ্নিপরীক্ষা দিয়েছিলেন সে দেশের সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (Khaleda Zia Died)। এমনকী রোগশয্যায় থাকা খালেদাকে আগামী ফেব্রুয়ারির নির্বাচনেও তিন আসন থেকে প্রার্থী করেছিল বিএনপি। তবে প্ল্যান বি-ও তৈরি ছিল। মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপার্সনের প্রয়াণের পর সেই বিকল্প পথেই হাঁটতে হবে দলকে। খালেদার তিনটি আসনে বিকল্প প্রার্থী কারা? ফের বাংলাদেশের মন জয়ে কী হবে তাঁদের নির্বাচনী রণকৌশল?

Advertisement

বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩, আগামী ১২ ফেব্রুয়ারির ভোটে খালেদা-আবেগে ভেসে এই তিনটি আসনে ভোট বৈতরণী পেরনোর কথা ভেবেছিল বিএনপি। সেইমতো সোমবার ফেনী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার(Khaleda Zia) পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। একই আসনে ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপি-র আহ্বায়ক ও খালেদা জিয়ার নির্বাচনী সমন্বয়ক মুন্সি রফিকুল আলম ওরফে মজনুও বিএনপির প্রার্থী হিসেবে তাঁর মনোনয়নপত্র জমা দেন। সোমবার মনোনয়নের পর মঙ্গলবার ভোরেই মৃত্যু হয় ৮০ পেরনো খালেদার।

গুরুতর অসুস্থ খালেদা জিয়া আদৌ হাসপাতাল থেকে ভোটে লড়তে পারবেন কি না, তা নিয়ে সংশয় ছিলই। সেই কারণে ফেনী-১ আসনটিতে বিকল্প প্রার্থীও ঠিক করে রাখা হয় বলে জানিয়েছিলেন মনোনয়ন জমা দিতে আসা বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘‘নেত্রী অসুস্থ থাকায় বিকল্প প্রার্থী রাখা হয়েছে। যদি শেষ মুহূর্তে তিনি ভোট করতে না পারেন তখন বিকল্প চিন্তা করা হবে। তবে খালেদা জিয়া মাঠে না থাকলেও তাঁর পক্ষে প্রচার চলমান।’’

সংসদীয় রাজনীতিতে খালেদা জিয়ার সাফল্য ছিল অনন্য এবং আকাশছোঁয়া। ১৯৯১ সাল থেকে ২০০৮ - দীর্ঘ কয়েক বছরে বাংলাদেশের একাধিক আসন থেকে লড়েছেন জিয়াপত্নী। কখনও হার ছোঁয়নি তাঁকে। সে দেশের নির্বাচনী পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত প্রতি ভোটে অন্তত পাঁচটি আসনে প্রার্থী হতেন খালেদা। ২০০৮ সালে তিনটি আসনে প্রার্থী হয়ে তিনটিতেই জেতেন এবং ফেনী-১ আসন থেকে প্রতিনিধিত্ব করেন। শুধু তাই নয়, নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাঁর ভোটপ্রাপ্তির ব্যবধানও ছিল ঢের। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে খালেদার সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখা নিঃসন্দেহে বিএনপি-র বিকল্প প্রার্থীদের কাছে চ্যালেঞ্জের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী ফ্রেব্রুয়ারির নির্বাচনে ৩ আসনে প্রার্থী হিসেবে নাম ছিল খালেদা জিয়ার।
  • সোমবার ফেনী-১ আসনে তাঁর হয়ে মনোনয়ন জমা দিলেও বিকল্প প্রার্থী ঠিক করে রেখেছিল বিএনপি।
  • কারা লড়বেন সেসব আসনে?
Advertisement