shono
Advertisement

Breaking News

Bangladesh

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছাড়লেন মাহফুজ ও আসিফ, অংশ নেবেন নির্বাচনে

অন্তর্বর্তী সরকারের একাধিক মন্ত্রকের দায়িত্বে ছিলেন মাহফুজ ও আসিফ।
Published By: Tiyasha SarkarPosted: 07:38 PM Dec 10, 2025Updated: 07:56 PM Dec 10, 2025

সুকুমার সরকার, ঢাকা: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছাড়লেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার সন্ধ্যায় তাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রের খবর। মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।

Advertisement

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামি লিগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বাংলাদেশে। সরকার গঠনের সময় উপদেষ্টা পরিষদে ছিলেন ছাত্র প্রতিনিধি মহম্মদ নাহিদ ইসলাম। পরে গত ২৫ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হন। এনসিপি গঠন করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা। মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন। নিয়োগ পান গত বছরের ২৮ আগস্ট। পরে ১০ নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। তবে সে সময় তাঁকে কোনও মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়নি। নাহিদ ইসলাম পদত্যাগ করার পর তাঁকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে আসিফ মাহমুদ শুরুতে ছিলেন শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। এ এফ হাসান আরিফকে (প্রয়াত) সরিয়ে আসিফ মাহমুদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় গত বছরের নভেম্বরে। এরপর থেকে তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন।

মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ, বুধবার বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। দুজনের মঙ্গল কামনা করেছেন ইউনুস। তিনি আরও বলেন, "সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ, তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে।" প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আগামিকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছাড়লেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
  • বুধবার সন্ধ্যায় তাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রের খবর।
  • মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।
Advertisement