সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঁধে বিপুল পরিমাণ ঋণের বোঝা। স্বীকার করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোমবার অর্থ মন্ত্রকের অধীনস্থ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহম্মদ আবদুর রহমান খান সাফ জানালেন, "আমরা ইতিমধ্যে ঋণের ফাঁদে পড়েছি। এই সত্য স্বীকার না করলে সামনে এগোনো সম্ভব নয়।" রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশের কর-জি়ডিপি অনুপাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রশ্ন উঠছে, অর্থনীতিতে নোবেলজয়ী মহম্মদ ইউনুস কেন দেশের অর্থনীতির হাল ফেরাতে পারবেন না?
সোমবার ঢাকায় একটি আলোচনা চক্রে অংশ নেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহম্মদ আবদুর রহমান খান। সেখানেই তিনি দেশের ঋণের জালে জড়িয়ে পড়ার কথা স্বীকার করেন। জিডিপির সমস্ত খাতে রাজস্ব সংগ্রহ সম্ভব হচ্ছে না বলেও আক্ষেপ প্রকাশ করেন। নিজের বক্তব্যে তিনি বলেন, "কয়েক বছর আগেও আমাদের কর-জিডিপি অনুপাত ১০ শতাংশের বেশি ছিল। এখন তা ৭ শতাংশের ঘরে ঘোরাফেরা করছে।" প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম, বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর আহসান এইচ মনসুর এবং বেশ কিছু দপ্তরের সচিব এবং আধিকারিকদের সমানেই একথা বলেন তিনি।
গত রবিবার বিশ্ব ব্যাঙ্ক একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে যে গত বছরের শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ১০,৪৪৮ কোটি ডলার। পাঁচ বছর আগে, ২০২০ সালে তার পরিমাণ ছিল প্রায় ৭,৩৫৫ কোটি ডলার। অর্থাৎ, গত পাঁচ বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এখানেই প্রশ্ন উঠছে যে অর্থনীতির বিশেষজ্ঞ অধ্য়াপক ইউনুসের নেতৃত্বে চলছে যে সরকার, তারা কেন প্রতিশ্রুতি দিয়েও দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পারবেন না!
