shono
Advertisement
Bangladesh

সমুদ্রউপকূল রক্ষায় প্রতিবেশীর সঙ্গে আলোচনার বার্তা ইউনুসের, ভারতের অবস্থান নিয়ে ধোঁয়াশা

সোমবার ঢাকায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন ইউনুস।
Published By: Sulaya SinghaPosted: 05:38 PM Aug 18, 2025Updated: 05:38 PM Aug 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার ঢাকায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এই অনুষ্ঠানে মৎস্যপালন এবং বাংলাদেশের বিস্তীর্ণ সমুদ্রউপকূল অঞ্চল রক্ষার বিষয়ে বিশেষ বার্তা দিয়েছেন তিনি। বাংলাদেশে মাছ চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প। এর উন্নতির দিকে বিশেষ নজর দেওয়া এবং সেই প্রসঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনার কথাও জানান তিনি। 

Advertisement

মহম্মদ ইউনুসের দাবি, শুধুমাত্র মাছ চাষ করলেই হবে না তাঁর পাশাপাশি লাভজনক চাষের পদ্ধতি খুজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য সপ্তাহের উদ্বোধনে জালের ব্যবহার, জল নষ্ট করা এবং কীটনাশক ব্যবহার-সহ বিভিন্ন বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। না হলে আগামিদিনে মাছ চাষের ক্ষেত্রে সমস্যা হবে বলে তাঁর মত। প্রতিবেশী দেশগুলির সঙ্গে আলোচনা করে বঙ্গোপসাগর অঞ্চলে সমীক্ষা এবং মাছ চাষের সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করার কথাও জানিয়েছেন ইউনুস। মাছ চাষে বিশেষ অবদানের জন্য ১৬জন ব্যক্তি এবং সংস্থাকে এদিন পুরস্কৃত করেছেন তিনি। যদিও এই আলোচনার ক্ষেত্রে ভারতকে উপেক্ষা করা খুব সহজ হবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। এক্ষেত্রে ভারত কী অবস্থান নেবে সেই দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারত। শেখ হাসিনার সরকারের পতনের আগে পর্যন্ত ভারতের সঙ্গে সুসম্পর্কও ছিল। এরপরের এক বছরে বার বার সম্পর্কের উত্থান-পতন দেখা গিয়েছে। বিশেষ করে হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত প্রশ্নে বার বার ভারতকে কোণঠাসা করার চেষ্টা করেছে ইউনুস সরকার। যদিও নিজের অবস্থানে অবিচল ভারতও। অন্যদিকে ইউনুসের বিরুদ্ধে আক্রমণাত্মক বার্তা দিয়েছেন হাসিনা। এই আবহে ভারতের সঙ্গে আলোচনা সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে। বাংলাদেশের সঙ্গে আলোচনার টেবিলে ভারত কী অবস্থান নেয়, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টেকসই মাছ চাষের বার্তা ইউনুসের।
  • প্রতিবেশীদের সঙ্গে আলোচনার বার্তা ইউনুসের।
  • আলোচনার ক্ষেত্রে ভারতকে উপেক্ষা খুব সহজ নয়।
Advertisement