shono
Advertisement
Bangladesh

ময়মনসিংহে বাউলের অনুষ্ঠানে মৌলবাদীদের হামলা! ভাইরাল ভিডিও, নিন্দায় সরব রাধারমণ দাস

কী বললেন রাধারমণ দাস?
Published By: Tiyasha SarkarPosted: 01:23 PM Jan 10, 2025Updated: 01:24 PM Jan 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুন, অত্যাচার, মন্দির ভাঙচুরের পর এবার বাংলাদেশের ময়মনসিংহে বাউল গানের অনুষ্ঠানে ব্যাপক হামলা মৌলবাদীদের। সোশাল মিডিয়ায় ভাইরাল অশান্তির ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। এই ঘটনার নিন্দায় সরব হলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। বললেন, "এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যের।"

Advertisement

হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তাল বাংলাদেশ। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারির পর অশান্তি যেন অন্য মাত্রা নিয়েছে। চরমে পৌঁছেছে হিন্দু নির্যাতন। ধর্ম পরিবর্তনের জন্য চাপ, খুন, ধর্ষণ, অত্যাচারের মতো ঘটনার অভিযোগ উঠছে প্রতিদিন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একাধিক মন্দিরে হামলার অভিযোগ উঠেছে। ভাঙা হয়েছে বিগ্রহ। এই পরিস্থিতিতে সোশাল মিডিয়া ভাইরাল ভয়ংকর এক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একটি মঞ্চ। ফেজ টুপি পরা একদল যুবক ধেয়ে যাচ্ছে সেদিকে। এরপর মঞ্চে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে হাতের কাছে থাকা চেয়ার ছুঁড়তে থাকে তাঁরা। যার জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

 

সোশাল মিডিয়ার সূত্র ধরেই জানা গিয়েছে, ওই ভিডিওটি বাংলাদেশের ময়মনসিংহের একটি বাউল গানের অনুষ্ঠানের। সেখানে আচমকাই মৌলবাদীরা হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। তিনি বলেন, "খুব দুর্ভাগ্যের ঘটনা। ওনারা গরিব মানুষ গান করে সংসার চালান। হিন্দুদের এবার জাগতে হবে।" রাধারমণ দাসের আশঙ্কা, পরিস্থিতির বিরুদ্ধে এখনই রুখে না দাঁড়ালে এই বিদ্বেষ ছড়াতে পারে অন্য দেশেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খুন, অত্যাচার, মন্দির ভাঙচুরের পর এবার বাংলাদেশে বাউল গানের অনুষ্ঠানে ব্যাপক হামলা মৌলবাদীদের।
  • সোশাল মিডিয়ায় ভাইরাল অশান্তির ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।
  • এই ঘটনার নিন্দায় সরব হলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। বললেন, "এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যের।"
Advertisement