shono
Advertisement

Breaking News

Bangladesh-China

চিনের সঙ্গে গলাগলি! 'বেজিংয়ের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে', সাফ জানালেন ইউনুস

বাংলাদেশ-চিন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে শুভেচ্ছা বিনিময় করেছেন ইউনুস ও লি কিয়াং।
Published By: Sucheta SenguptaPosted: 09:30 PM Oct 04, 2025Updated: 09:36 PM Oct 04, 2025

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: ফের প্রকাশ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের চিন-প্রীতি! বেজিংয়ের সঙ্গে সম্পর্ক দিনদিন আরও দৃঢ় হয়েছে বলে চিনের সঙ্গে ঘনিষ্ঠতার কথা বললেন তিনি। শনিবার, বাংলাদেশ-চিন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুস অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। ঢাকায় চিনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে দুই রাষ্ট্রনেতা এই অভিনন্দন বার্তা বিনিময় করেছেন।

Advertisement

চিনা দূতাবাস সূত্রে আরও জানা গিয়েছে, অভিনন্দন বার্তায় ড. ইউনুস বলেন, ''৫০ বছর আগে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমশ বিকশিত হয়েছে এবং সহযোগিতা ফলপ্রসূ ফলাফল এনেছে, যা উদযাপনের যোগ্য।'' তিনি আরও বলেন, বাংলাদেশ ও চিন - দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের ক্ষেত্রে নতুন সাফল্য তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ।''

উলটোদিকে, চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেছেন, ''চিন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত মূল্য দেয় এবং ৫০তম বার্ষিকীকে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা, পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ত্বরান্বিত করার সুযোগ হিসেবে গ্রহণের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। চিন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের অব্যাহত প্রবৃদ্ধিকে উৎসাহিত করে।'' আসলে হাসিনা জমানায় বেজিংয়ের সঙ্গে এত সখ্য ছিল না ঢাকার। কিন্তু ২০২৪ সালে তাঁর সরকার পতনের পর ইউনুসের আমলে তা ধীরে ধীরে অনেকটা বৃদ্ধি পেয়েছে। আর চিন-প্রীতি বাড়ির সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গে নৈকট্যে ভাটা পড়েছে ঢাকার। এবার চিন-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ তম বার্ষিকীতে ইউনুসের এহেন মন্তব্যে এখনকার বাংলাদেশের চিনের প্রতি বাড়তি নির্ভরশীলতাই প্রকাশ পেল বলে মত ওয়াকিবহাল মহলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের প্রকাশ্যে ইউনুসের চিন-প্রীতি!
  • বললেন, 'দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে।'
  • বাংলাদেশ-চিন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেন তিনি।
Advertisement