সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাত্রনেতা ওসমান হাদি খুনের (Osman Hadi Death) ঘটনার পর থেকেই উত্তপ্ত বাংলাদেশ। হাদির খুনিদের গ্রেপ্তারি চেয়ে লাগাতার পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে ইনকিলাব মঞ্চ। শুধু তাই নয়, তদন্তের গতিপ্রকৃতি জানতে চেয়ে ইতিমধ্যে ইউনুস সরকারের উপর চাপ বাড়িয়েছে হাদির দল। শুধু তাই নয়, ইউনুস সরকারের দুই গুরুত্বপূর্ণ নেতার পদত্যাগের দাবিও ওঠে। এর মধ্যেই পদত্যাগ করলেন ইউনুসের বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রক) খোদাবক্স চৌধুরী। রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের কাছে ইতিমধ্যে তাঁর ইস্তফাও পাঠিয়ে দিয়েছেন। কিন্তু হঠাৎ কেন ইস্তফা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এখনও পর্যন্ত সরকারিভাবে এই বিষয়ে কিছুই জানানো হয়নি।
একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন ইউনূস সরকারের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। গত বছর অর্থাৎ ২০২৪ সালে প্রবল বিক্ষোভের চাপে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। মহম্মদ ইউনূসের নেতৃত্ব অন্তবর্তী সরকার গঠন হয়। সেই সময় বিশেষ সহকারী হিসাবে প্রধান উপদেষ্টা ইউনুস তিনজনকে সহকারী হিসাবে নিয়োগ করেন। যাঁদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়। এই তিন বিশেষ সহকারীকে যথাক্রমে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রকের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ সহকারী তথা প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন খোদাবক্স চৌধুরী। যিনি কিনা পুলিশের প্রাক্তন আইজি হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন।
এর আগে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব আমিনুল ইসলাম বিশেষ সহকারী পদ থেকে গত কয়েকদিন আগেই ইস্তফা দেন। এবার পদত্যাগ করলেন খোদাবক্সও। বলে রাখা প্রয়োজন, এখনও পর্যন্ত হাদিদের খুনিদের ধরতে ব্যর্থ ইউনুস সরকার। যা নিয়ে লাগাতার অন্তবর্তী সরকারের উপর চাপ বাড়ছে। এরমধ্যেও ইউনুস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফ্টেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রক) খোদাবক্সের পদত্যাগের দাবি জানানো হয়েছিল। এজন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়। যদিও এখনও হাদির খুনের পিছনে কে বা কারা, তা ইউনুস সরকার জানাতে পারেনি বলেই দাবি সে দেশের একাধিক সংবাদমাধ্যমের। এর মধ্যেই ফের আন্দোলনের হুমকি দেয় ইনকিলাব মঞ্চ। কিন্তু সেই আন্দোলন শুরু হওয়ার আগেই বিশেষ সহকারী পদ থেকে সরে দাঁড়ালেন খোদাবক্স চৌধুরী।
