shono
Advertisement

Breaking News

চার বছরেই বৃদ্ধ, ধন্দে চিকিৎসকরা

বৃদ্ধ বয়সে যেমন কোনও ব্যক্তির চামড়া ঝুলে যায়, ঠিক তেমনই মুখ এবং শরীরের বিভিন্ন অঙ্গ থেকে অতিরিক্ত চামড়া নিয়েই জন্মেছিল এই শিশু৷ The post চার বছরেই বৃদ্ধ, ধন্দে চিকিৎসকরা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:57 PM Aug 10, 2016Updated: 04:27 PM Aug 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র চার৷ অথচ দেখে ৬০ বছরের বৃদ্ধ বলে ভুল হতে পারে৷ আসলে দুরারোগ্য ব্যাধিতে ভুগছে বাংলাদেশের শিশু বায়েজিদ শিকদার৷

Advertisement

বৃদ্ধ বয়সে যেমন কোনও ব্যক্তির চামড়া ঝুলে যায়, ঠিক তেমনই মুখ এবং শরীরের বিভিন্ন অঙ্গ থেকে অতিরিক্ত চামড়া নিয়েই জন্মেছিল এই শিশু৷ শুধু তাই নয়, চোখে দেখতে ও কানে শুনতেও সমস্যা হয় তার৷ সঙ্গে রয়েছে হৃদরোগও৷ নানা জায়গা ঘুরে অবেশেষে চিকিৎসার জন্য ছেলেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান তার বাবা লাবলু শিকদার৷ কিন্তু ছেলের ঠিক কী হয়েছে, তা এখনও কোনও চিকিৎসকই বিস্তারিত জানাতে পারেননি৷ তবে দরিদ্র পরিবারের লাবলুকে আশ্বাস দেওয়া হয়েছে, যে হাসপাতাল বিনামূল্যে তার ছেলের চিকিৎসা করবে৷ কয়েকমাস আগে হাতে শিকড় গজিয়ে উঠেছিল এক বাংলাদেশি ব্যক্তির৷ সেই অদ্ভূত রোগের চিকিৎসা হয়েছিল এই হাসপাতালেই৷

ছোট্ট বায়েজিদের বাবা জানান, “জমি বিক্রি করে স্থানীয় হাসপাতালে ছেলের চিকিৎসা করিয়েছিলাম৷ মন্দির থেকে কবিরাজ, সব জায়গাতেই ছেলেকে নিয়ে গিয়েছি৷ কিন্তু কোনও লাভ হয়নি৷ ঢাকার এই হাসপাতালই আমাদের শেষ ভরসা৷ আমাদের আশা এখানকার ডাক্তাররা আমার ছেলেকে আর পাঁচটা শিশুর মতোই সুস্থ স্বাভাবিক করে তুলতে পারবেন৷”

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, প্রোজেরিয়া রোগে আক্রান্ত বায়েজিদ৷ যে রোগে অল্প বয়সেই শরীর বুড়োটে হয়ে যায়৷ এই রোগ নিয়েই বলিউডে তৈরি হয়েছিল ‘পা’ ছবিটি৷ অভিনয় করেছিলেন বিগ বি৷ সঠিকভাবে রোগ চিহ্নিত করার জন্য এই শিশুর বেশ কিছু পরীক্ষা করতে হবে জানিয়েছেন চিকিৎসকরা৷ কারণ দেহ থেকে অতিরিক্ত চামড়া সরিয়ে ফেললে বাচ্চাটির দৃষ্টি ও শ্রবণ শক্তিতে এবং যৌনাঙ্গেও খারাপ প্রভাব ফেলতে পারে৷ পরিবার বা আত্মীয়দের মধ্যে বিয়ে হলে অনেক সময় শিশুরা এই ধরনের রোগে আক্রান্ত হতে পারে বলে মত চিকিৎসকদের৷

আর পাঁচজনের মতো বায়েজিদও খেতে, পড়তে, খেলতে ভালবাসে৷ খুব তাড়াতাড়ি সুস্থ জীবন পাবে সে, আশায় বুক বেঁধেছে তার পরিবার৷

The post চার বছরেই বৃদ্ধ, ধন্দে চিকিৎসকরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement