shono
Advertisement

দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘটের পথে কর্মীরা

স্টাফ রিপোর্টার: স্টেট ব্যাঙ্কের নিয়ন্ত্রণে থাকা পাঁচটি ব্যাঙ্কের একীকরণের প্রতিবাদে আগামী ৭ জুন ও ২৮ জুলাই ধর্মঘট করবে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন৷ সংগঠনের সভাপতি রাজেন নাগর বলেছেন, বকেয়া সমস্যার দ্রুত মীমাংসা ও পাঁচটি অধীনে থাকা ব্যাঙ্কের একীকরণের বিরু‌দ্ধেই এই আন্দোলন৷ এই ব্যাঙ্কগুলি হল স্টেট ব্যাঙ্ক অফ ত্রাভাঙ্কোর, স্টেট ব্যাঙ্ক অফ মাইশোর, স্টেট ব্যাঙ্ক অফ হায়দরাবাদ, […]
Posted: 08:46 PM May 15, 2016Updated: 05:54 PM May 18, 2016

স্টাফ রিপোর্টার: স্টেট ব্যাঙ্কের নিয়ন্ত্রণে থাকা পাঁচটি ব্যাঙ্কের একীকরণের প্রতিবাদে আগামী ৭ জুন ও ২৮ জুলাই ধর্মঘট করবে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন৷ সংগঠনের সভাপতি রাজেন নাগর বলেছেন, বকেয়া সমস্যার দ্রুত মীমাংসা ও পাঁচটি অধীনে থাকা ব্যাঙ্কের একীকরণের বিরু‌দ্ধেই এই আন্দোলন৷ এই ব্যাঙ্কগুলি হল স্টেট ব্যাঙ্ক অফ ত্রাভাঙ্কোর, স্টেট ব্যাঙ্ক অফ মাইশোর, স্টেট ব্যাঙ্ক অফ হায়দরাবাদ, স্টেট ব্যাঙ্ক অফ বিকানির অ্যান্ড জয়পুর এবং স্টেট ব্যাঙ্ক অফ পাতিয়ালা৷

Advertisement

সংগঠনের দাবি প্রায় ৪৫ হাজার কর্মীর সম্মতিতে ধর্মঘটের সিদ্ধান্ত হয়েছে৷ সংগঠনের সভাপতির অভিযোগ, পাঁচটি ব্যাঙ্ক মিলিয়ে দেওয়া হলে উন্নয়ন বাধাপ্রাপ্ত হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement