shono
Advertisement

ভিয়েতনামে পথে ওবামার পর্ক স্যুপ খাওয়া নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া

প্রথা ভেঙেই জনপ্রিয়তার শিখরে৷ দশ বছর ধরে সামলাচ্ছেন মার্কিন মুলুক৷ প্রথা ভাঙার সেই রীতি মেনেই পৌঁছে গেলেন ভিয়েতনামের রাস্তায়৷ প্রোটোকলের তোয়াক্কা না করে মনের সুখে ভিয়েতনামের বিখ্যাত ‘বুন চা’ বা পর্ক ন্যুডলস স্যুপ খেলেন বারাক ওবামা৷ The post ভিয়েতনামে পথে ওবামার পর্ক স্যুপ খাওয়া নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া appeared first on Sangbad Pratidin.
Posted: 05:52 PM May 25, 2016Updated: 12:22 PM May 25, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথা ভেঙেই জনপ্রিয়তার শিখরে৷ দশ বছর ধরে সামলাচ্ছেন মার্কিন মুলুক৷ প্রথা ভাঙার সেই রীতি মেনেই পৌঁছে গেলেন ভিয়েতনামের রাস্তায়৷ প্রোটোকলের তোয়াক্কা না করে মনের সুখে ভিয়েতনামের বিখ্যাত ‘বুন চা’ বা পর্ক ন্যুডলস স্যুপ খেলেন বারাক ওবামা৷

Advertisement

স্বয়ং মার্কিন প্রেসিডেন্টকে ঢুকতে দেখে কার্যত চমকেই গিয়েছিলেন ৫৪ বছরের রেস্তোরাঁ মালকিন নগুয়েন থি লিয়েন৷ প্লাস্টিকের টুলে বসে তিনি যখন ‘বুন চা’ আনার নির্দেশ দিলেন, বিস্ময়ে প্রায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন তিনি৷ তবে শেষ পর্যন্ত সবটাই ভালভাবে উতরে গিয়েছে৷

ওবামার সঙ্গী ছিলেন বিখ্যাত ‘শেফ’ ও খাদ্য সমালোচক অ্যান্টনি বোর্ডেইন৷ বিশ্বের বিভিন্ন হারিয়ে যাওয়া রান্নার রেসিপি-সহ একটি ট্রাভেল শো সঞ্চালনা করেন তিনি৷ খাওয়া সেরে লিমুজিনে উঠে বিদায় নেওয়ার আগে জনতার উদ্দেশে কিছুক্ষণ দাঁড়ান ওবামা৷ চারদিকে তখন মোবাইলে ফ্ল্যাশের ঝলকানি৷ যদিও উত্তেজনায় প্রেসিডেন্টের সঙ্গে ছবি তুলতে ভুলে গিয়েছেন খোদ রেস্তোরাঁর মালকিন৷

আগেই চুক্তি সই করে ভিয়েতনামের বিরুদ্ধে সামরিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মার্কিন সরকার৷ তারপরে ভিয়েতনাম সফরের ব্যস্ত সূচির ফাঁকে হ্যানয়ের একটি সাধারণ রেস্তোরাঁয় ওবামার ঢুকে পড়া নিয়ে দিনভর চর্চা চলেছে আন্তর্জাতিক মহল ও সোশ্যাল মিডিয়ায়৷

The post ভিয়েতনামে পথে ওবামার পর্ক স্যুপ খাওয়া নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement