shono
Advertisement
Lifestyle News

বিয়ের আগে ত্বক-চুলের পরিচর্যার খরচ নিয়ে চিন্তিত? মাত্র ৫ হাজারেই নিজেকে করে তুলুন অনন্যা

বিয়ের আগে ত্বকের যত্ন কী উপায়ে তা সারবেন জেনে নিন।
Published By: Arani BhattacharyaPosted: 05:45 PM Dec 02, 2025Updated: 05:45 PM Dec 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরা বিয়ের মরশুম। আর এই মরশুমে বিয়ের কনের ত্বক পরিচর্যায় বিশেষ নজর দিতে হয়। কিন্তু প্রতি মাসে নিয়ম করে স্যালোঁতে গিয়ে একগুচ্ছ টাকা খরচ করে ত্বক ও চুলের বিশেষ যত্ন নেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে বাড়িতেই বেশ কিছু নামী ব্র্যান্ডের প্রসাধনী দিয়ে মাত্র পাঁচ হাজার টাকাতেই করে ফেলতে পারেন অনায়াসে বিয়ের আগে ত্বক ও চুলের যত্ন। কীভাবে, কী উপায়ে তা সারবেন জেনে নিন।

Advertisement

মনে রাখবেন ত্বকে যতই মেকআপ করুন না কেন ক্লিনজিং এবং টোনিং কিন্তু ত্বকের জন্য মাস্ট। তাই আপনার ত্বকের সঙ্গে যায় এমন ক্লিনজার ও টোনার অনশ্যই নিয়ম মেনে প্রতিদিন সকালে একবার ও রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার ব্যবহার করুন।

ক্লিনজিং আর টোনিংয়ের পর যা ত্বকে অবশ্যই করতে হবে তা হল ময়শ্চারাইজিং। ত্বককে আদ্র রাখতে যা আবশ্যক।  আর তার জন্য ব্যবহার করতে হবে ভালো কোনও ব্র্যান্ডের সিরাম বা ময়শ্চারাইজার। নিয়াসিনামাইড বা হাইলুরনিক অ্যাসিডসমৃদ্ধ সিরাম বা ময়শ্চারাইজার ব্যবহারে আপনার ত্বকের জেল্লা ফিরভবে।

এসবের পাশাপাশি থ্রেডিং, ফেশিয়াল, ওয়াক্সিং ও হেয়ার স্পা এগুলোও কনে সাজে নিজেকে সাজিয়ে তোলার আগে ভীষণ দরকারি। তাই বাজেটফ্রেন্ডলি স্যালোঁতে গিয়ে প্যাকেজ হিসেবে এই সবকটির পরিষেবা নিয়ে নিজের বিশেষ দিনের আগে নিজেকে সাজিয়ে তুলতে পারবেন।

নজর দিতে হবে নখের যত্নেও। এই মুহূর্তে নেল জেল পলিশ বা নেল এক্সটেনশন বিশেষভাবে জনপ্রিয়। তবে বাজেটফ্রেন্ডলি চাইলে তা মিনিমাল ব্রাইডাল মেহেন্দি ও কনের সাজের সঙ্গে মিলিয়ে এক রঙের বিশেষ করে লাল বা কাছাকাছি রঙের নেল ডিজাইন করে নিতে পারেন। এতে খরচও তুলনামূলকভাবে কম হবে, এবং সবটাই হবে সাধ ও সাধ্যে মধ্যে। আপনার জীবনের বিশেষ দিনের আগে নিজেকে সাজিয়ে তুলুন এইভাবে কম খরচে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাত্র পাঁচ হাজার টাকাতেই করে ফেলতে পারেন অনায়াসে বিয়ের আগে ত্বক ও চুলের যত্ন।
  • মনে রাখবেন ত্বকে যতই মেকআপ করুন না কেন ক্লিনজিং এবং টোনিং কিন্তু ত্বকের জন্য মাস্ট।
  • পাশাপাশি থ্রেডিং, ফেশিয়াল, ওয়াক্সিং ও হেয়ার স্পা এগুলোও কনে সাজে নিজেকে সাজিয়ে তোলার আগে ভীষণ দরকারি।
Advertisement