shono
Advertisement
Nupur Sanon

গায়ে হলুদে সাজুন নূপুরের মতো, কৃতীর বোনের লেহেঙ্গার বিশেষত্ব জানেন?

পোশাকের সঙ্গে কেমন গয়না পরেন নূপুর?
Published By: Sayani SenPosted: 08:42 PM Jan 18, 2026Updated: 08:42 PM Jan 18, 2026

পৌষপার্বণ মিটে গিয়েছে। ক্যালেন্ডার বলছে, মাঘ মাস। আর তার মানে বিয়ের মরশুম। বিয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব গায়ে হলুদ। এই অনুষ্ঠানের জন্য় হলুদ রঙের শাড়ি কিংবা হলুদ রঙের লেহেঙ্গায় সাজেন বহু কনে। তবে সম্প্রতি কৃতী স্যাননের বোন নূপুরের গায়ে হলুদের ছবি সোশাল মিডিয়ায় তাক লাগিয়ে দিয়েছে। আপনিও কি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। তাই তাঁর মতো করে আপনিও সাজতে পারেন।

Advertisement

গায়ে হলুদের সময় প্রথমে নূপুর ভেবেছিলেন সাদা রঙের লেহেঙ্গা পরবেন। নূপুরের পোশাক ডিজাইনার শুক্রি গ্রোভার বলেন, পরে সিদ্ধান্ত বদল হয়। সাদার বদলে সকলের সঙ্গে মানানসই হলুদ পোশাক পরার কথা ভাবেন তিনি। সেই অনুযায়ী অফ হোয়াইট এবং হলুদ রঙের টাই অ্যান্ড ডাই লেহেঙ্গা বেছে নেন। সঙ্গে সোনালি রঙের মিশেলে লেহেঙ্গাটি যেন আরও জমকালো হয়ে ওঠে।

লেহেঙ্গার উপরের অংশে মানানসই করসেট টপ পরেছিলেন নূপুর। যা তাঁর পোশাককে যেন অন্য মাত্রা দেয়।

পোশাকের সঙ্গে মানানসই ওড়নাও ছিল। হালকা নেটের ওড়নার সঙ্গে লটকান তাঁর পোশাকের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

 

গায়ে হলুদের সাজে নূপুরের কেশসজ্জায় ছিল বিশেষ চমক। সোনালি রঙের লম্বা ঝুলের স্ট্রিং লাগান তিনি। যা সত্যি অন্যরকম।

বিয়ের কনের গায়ে গয়না থাকবে না, তা হয় না। নূপুরও ব্যতিক্রম নয়। গয়না পরেছিলেন তিনি। তবে তা-ও বেশ ব্যতিক্রমী। মাথায় একটি টিকলি পরেন। কানে ছিল লম্বা ঝুলের দুল। হাতে হাতফুল।

মেহেন্দির সঙ্গে পায়েও গয়না পরেছিলেন নূপুর। মুক্তো এবং পোলকি গয়নাও নজর কেড়েছে সকলের।

নূপুরের সঙ্গে রংমিলান্তি পোশাকে দেখা গিয়েছে তাঁর স্বামী স্টেবিনকে। হলুদ, সাদা এবং সোনালির মিশেলে ছোট ঝুলের কুর্তা পরে দেখা গিয়েছিল তাঁকে।

আপনিও চাইলে গায়ে হলুদে নূপুরের মতো করে সাজতে পারেন। আপনার অন্যরকম লুক যে সকলের মন ছোঁবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement