সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে মানে জীবনের নতুন ইনিংসের শুরু। তাই সেই বিশেষ দিনের সাজগোজ, মেকআপ নিয়ে মাথাব্যথা থাকে তরুণীদের। আপনিও কি বিয়েতে লাল রঙের শাড়ি কিনছেন? তবে আপনার জন্য রয়েছে বিশেষ টিপস। নইলে সেদিনের সাজ মাটি হতে পারে।
* লাল রঙের শাড়ি কেনার আগে প্রথমেই সঠিক শেড বাছুন। সিঁদুরে লাল, মেরুন, ওয়াইন রেড, ব্রিক রেড, টম্যাটো রেড রয়েছে হাজারও রকমফের। কারণ, স্কিন টোনের কথা না ভেবে লাল শাড়ি পরলে অনেকেই ভাবেন তা দেখতে মোটেই ভালো লাগবে না। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
* এখন বেশিরভাগ দোকানেই শাড়ি পরে দেখার জায়গা ও সুযোগ - দুই-ই থাকে। বিয়ের শাড়ি কেনার সময় তাড়াহুড়ো করবেন না। পরে দেখে কিনুন। তাতে বুঝতে পারবেন, আপনাকে ভালো লাগছে কিনা।
* বেনারসি, কাঞ্জিভরম, অর্গ্যানজা, শিফন, জর্জেটের মধ্যে যে কোনও ধরনের শাড়ি বাছতে পারেন। তবে মাথায় রাখতে হবে বিয়ের শাড়ি মানে তা দীর্ঘক্ষণ পরে থাকতে হবে। তাই শাড়ি বাছার আগে তার ফ্য়াব্রিকের দিকে বিশেষ নজর দিন।
* দেখতে ভালো লাগছে বলেই কিনে ফেলবেন না। বারবার নিজেকে প্রশ্ন করুন আপনি এই শাড়িটি সামলাতে পারবেন কিনা। তবেই কিনুন। মন সায় না দিলে কিনবেন না।
* হাতের কাজ বলে অনেক সময় যন্ত্রে তৈরি শাড়ি বিক্রি করে দেন বহু দোকানি। তাই কেনার সময় সতর্ক হোন। বেশি দাম দিয়ে কিনলে সিল্ক মার্কযুক্ত শাড়ি কিনুন। তাতে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম।
* শাড়িতে জরি থাকলে তার ধরনও দেখে নিন। কিছু কিছু জরি যেন ত্বকের মধ্যে খোঁচা দেয়। সেই শাড়ি বেশিক্ষণ পরা সম্ভব নয়। তাই জরি নরম কিনা দেখে নিন। শাড়ি বিশেষজ্ঞদের মতে, সাধারণত খুব সস্তার শাড়ি বেশি শক্ত হয়। আর একটু দাম দিয়ে শাড়ি কিনলে তার জরি শক্ত হয় না।
* শাড়ি কেনার আগে নজর দিন গয়নায়। যে শাড়িটি কিনছেন তার সঙ্গে মানানসই গয়নাগাটি কিনুন। নইলে সাজটাই মাটি। তাই কেনাকাটির আগেই সতর্ক হোন।
