shono
Advertisement

দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে ওয়াশিংটনে হামলার ছক কষছে চিন!

চাঞ্চল্যকর রিপোর্ট পেন্টাগনের৷ The post দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে ওয়াশিংটনে হামলার ছক কষছে চিন! appeared first on Sangbad Pratidin.
Posted: 06:54 PM Aug 19, 2018Updated: 07:24 PM Aug 19, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়োজন পড়লে ভবিষ্যতে ওয়াশিংটন ও আমেরিকার একাধিক শহরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে লালচিন৷ এই বিষয়ে চূড়ান্ত প্রস্তুতিও শুরু করে দিয়েছে বেজিং৷ তৈরি করতে শুরু করেছে আরও লং রেঞ্জ মিসাইল বম্বার৷ রীতিমতো চলছে প্রশিক্ষণ৷ মহাকাশ থেকে প্রেরিত চিত্রের ভিত্তিতে এমনই রিপোর্ট পেশ করেছে পেন্টাগন৷

Advertisement

[গ্রেপ্তার দাউদ ঘনিষ্ঠ জাবির মোতি, বড় সাফল্য লন্ডন পুলিশের]

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সমগ্র বিশ্বে আধিপত্য কায়েম করতে বদ্ধপরিকর চিন৷ সেই লক্ষ্যেই গত বছর প্রতিরক্ষা খাতে বরাদ্দ অর্থের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বাড়িয়েছে চিন৷ ২০১৭-তে প্রতিরক্ষার জন্য তাদের বরাদ্দ অর্থের পরিমাণ প্রায় ১৯০ বিলিয়ন ডলার৷ গত তিন বছর ধরে পিপলস লিবারেশন আর্মিকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে বেজিং৷ স্থল, জল ও বায়ুসেনাকে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হচ্ছে দূরের শত্রুকে ঘায়েল করার কৌশল৷ দূরপাল্লার বম্বারে যুক্ত করা হচ্ছে পারমাণবিক শক্তি৷

[কিমের বন্ধু! ট্রাম্প প্রশাসনের কোপের মুখে একাধিক রুশ ও চিনা বাণিজ্যিক সংস্থা]

আফ্রিকান দেশ জিবুতিতে ইতিমধ্যেই সেনাঘাঁটি তৈরি করেছে জিনপিং প্রশাসন৷ সূত্রের খবর, পাকিস্তানের মতো আরও কয়েকটি ‘বন্ধু রাষ্ট্র’-এ এমন আন্তর্জাতিক সেনাঘাঁটি নির্মাণ করার প্রস্তুতি শুরু করেছে চিন৷ পেশ করা রিপোর্টে পেন্টাগন স্পষ্ট বলেছে, কেবল আকাশপথেই হামলার প্রস্তুতি চালাচ্ছে না ড্রাগনের দেশ৷ পাশাপাশি তারা শক্তি বাড়াচ্ছে মহাকাশেও৷ পৃথিবীর সমস্ত দেশের উপরে সর্বদা নজর জমিয়ে রাখতে মহাকাশে তাদের ক্ষমতা কয়েকগুণ বাড়াতে চলেছে চিন৷ ২০২০-র মধ্যে মহাকাশে স্পেস স্টেশন বানাতে চলেছে ড্রাগনের দেশ৷

The post দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে ওয়াশিংটনে হামলার ছক কষছে চিন! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement