shono
Advertisement

করম পুজোয় ছুটি, বাধ্য হয়ে নবান্ন অভিযান পিছিয়ে দিল বিজেপি

দুর্নীতির প্রতিবাদে ৭ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের কর্মসূচি ছিল।
Posted: 03:11 PM Aug 20, 2022Updated: 05:23 PM Aug 20, 2022

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: কর্মসূচি নিয়েও পিছিয়ে গেল বঙ্গ বিজেপি (BJP)। রাজ্যজুড়ে একাধিক দুর্নীতি ইস্যুতে আগামী ৭ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান সপ্তাহ খানেক পিছিয়ে গিয়েছে বলে খবর গেরুয়া শিবির সূত্রে। পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর হতে পারে নবান্ন (Nabanna) অভিযান। বিজেপি ঘনিষ্ঠ মহলে খবর, ৭ তারিখ করম পুজো, আদিবাসী মহল্লায় বড় উৎসব। এই দিন রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। ওইদিন নবান্ন বন্ধ। তাই বাধ্য হয়ে গেরুয়া শিবির কর্মসূচি পিছিয়ে দেওয়া হল।

Advertisement

এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের সদ্যপ্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন। তার পরপরই গরুপাচার মামলায় অভিযুক্ত সন্দেহে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই (CBI)। দুই অস্ত্রকে হাতিয়ার করে বঙ্গ বিজেপি যে নানা কর্মসূচি নিতে চলেছে, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন নবনিযুক্ত পর্যবেক্ষক সুনীল বনশল। ধর্মতলার প্রতিবাদ মঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। জানিয়েছিলেন, আগামী ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযান করবে বঙ্গের গেরুয়া শিবির। বিভিন্ন জেলার কর্মী-সমর্থকদের নবান্ন অভিযানে অংশ নেওয়ার আহ্বানও জানিয়েছিলেন।

[আরও পড়ুন: অনলাইনে বিক্রি হচ্ছে রাধাকৃষ্ণের ‘অশ্লীল’ ছবি, নেটদুনিয়ায় ট্রেন্ডিং ‘বয়কট আমাজন’]

এরপর শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হুঁশিয়ারি দিয়েছিলেন, নবান্ন অভিযানে দলের ‘ঝান্ডা’ ছোট হলেও ‘ডান্ডা’ বড় হবে। অর্থাৎ পুলিশ বাধা দিলে পালটা অশান্ত, হাতাহাতির পরিস্থিতি তৈরি হতে পারে, সরাসরি সেই ইঙ্গিত ছিল তাঁর কথায়। তবে রাতারাতিই দিনক্ষণ বদলের পথে হাঁটল মুরলীধর সেন লেন। জানা গিয়েছে, সাতের বদলে ১৩ তারিখ হতে পারে বিজেপির নবান্ন অভিযান। 

[আরও পড়ুন: কষ্ট করলে কেষ্ট মেলে! কলকাতায় জন্মাষ্টমীতে অ্যাস্ট্রো সিজারে সন্তান জন্মের ঢল]

বিজেপির তরফে যদিও ওইদিনের অভিযান বাতিল বিষয়ে করম পুজোর ছুটির কথা বলা হচ্ছে, কিন্তু রাজনৈতিক মহলের একাংশে গুঞ্জন, ওই দিন নবান্ন অভিযানের মতো বড় কর্মসূচি পালনের জন্য যে সাংগঠনিক প্রস্তুতি ও লোকবল প্রয়োজন, তা এই মুহূর্তে নেই বঙ্গ বিজেপির। এমনকী জেলা থেকে নেতা,কর্মীদের ডেকে জমায়েত করানো নিয়েও সংশয়ী নেতৃত্ব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement