shono
Advertisement

রিষড়া থেকে ফিরেই SSKM-এ রাজ্যপাল, জখমকে আর্থিক সাহায্য সি ভি আনন্দ বোসের

সকলের শরীর কেমন আছে, জানতে চান আনন্দ বোস।
Posted: 02:53 PM Apr 04, 2023Updated: 03:54 PM Apr 04, 2023

ক্ষীরোদ ভট্টাচার্য: রিষড়া থেকে ফিরেই এসএসকেএম রাজ্যপাল সিভি আনন্দ বোস। অশান্তিতে জখম একজন ভরতি রয়েছেন ট্রমা কেয়ারে। তাঁর সঙ্গে দেখা করেন রাজ্যপাল। কথা বলেন। সকলের শরীর কেমন আছে, জানতে চান আনন্দ বোস। তারপর রাজভবনে ফিরে যান রাজ্যপাল। আর্থির সাহায্যও ঘো

Advertisement

রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, “অশান্তি জখমদের সঙ্গে দেখা করেছি। তাঁকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করা হচ্ছে।” একইসঙ্গে তাঁর বার্তা, “দোষীরা রেহাই পাবেন না। অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়া হবে।”

রাজ্যের অশান্তি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল। রিষড়া দ্বিতীয়বার উত্তপ্ত হতেই উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে তড়িঘড়ি ফিরে আসেন কলকাতায়। মঙ্গলবার সকালে বিমানবন্দরে সাংবাদিক বৈঠক করে চলে যান রিষড়ায়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ রাজ্যপাল পৌঁছে যান। যেখানে সোমবার রাতে নতুন করে অশান্তি ছড়িয়েছিল, সেই ৪ নং রেলগেটের কাছে যান। সেখান তাঁর সঙ্গে ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার (CP) অমিত পি জাভালগি। কোথায় কী ঘটেছে, কেমন পরিস্থিতি – এই সমস্ত খুঁটিনাটি রাজ্যপাল জানতে চান। পুলিশ কমিশনারও তাঁকে রিপোর্টের আকারে বিস্তারিত জানান। সেখান থেকে কড়া বার্তা দেন তিনি।

[আরও পড়ুন: ট্রেনে চড়েই শিলিগুড়িতে অরিজিৎ, মাঝরাতে স্টেশনে ঘিরে ধরলেন ভক্তরা, ভিডিও ভাইরাল]

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া বার্তা দেন রাজ্যপাল। বলেন,”দুষ্কৃতীদের কোনওভাবেই ছাড়া যাবে না। তারা আইন হাতে তুলে নেবে, তা মোটেই বরদাস্ত নয়। আমরা সবাই মিলে শান্তি প্রতিষ্ঠা করব। কোনও রাজনৈতিক কারণে যেন রাজ্যের মানুষ যেন অশান্তির মধ্যে না পড়েন।” সেখান থেকে ফিরে এসএসকেএমে যান রাজ্যপাল। কথা বলেন জখমদের সঙ্গে।

[আরও পড়ুন: ‘খাইকে পান বেনারসওয়ালা’, অভূতপূর্ব স্বাদে ভারতজয়ী বিখ্যাত বেনারসি পান এবার পেল GI ট্যাগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement