shono
Advertisement

অপরাধ দমনে রাজ্যজুড়ে পুলিশি তৎপরতা, অভিযানে গ্রেপ্তার ৩, উদ্ধার প্রচুর গুলি-বন্দুক

ধৃতরা বহু অপরাধের সঙ্গে যুক্ত বলে খবর।
Posted: 12:48 PM Apr 02, 2022Updated: 12:48 PM Apr 02, 2022

দেবব্রত দাস, বারুইপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে চলছে তল্লাশি। লাগাতার উদ্ধার হচ্ছে অস্ত্র। গ্রেপ্তার হচ্ছে দুষ্কৃতীরা। একইভাবে শুক্রবার রাতে বাসন্তি থানা এলাকায় চলে ধরপাকড়। সেখানে প্রচুর অস্ত্র-সহ দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে খবর। শনিবার তাদের আদালতে তোলা হচ্ছে।

Advertisement

শুত্রবার রাত সাড়ে ন’টা নাগাদ সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে যে কুখ্যাত এক দুষ্কৃতী সোনাখালি ফেরিঘাটের কাছে ঘোরাফেরা করছে। যার কাছে অবৈধ অস্ত্রও আছে। খবর পেয়েই এসআই সৌমেন দালালের নেতৃত্বে বাসন্তি থানার পুলিশ তল্লাশি চালায়। ফেরিঘাটের কাছ থেকে ইমরান মোল্লাকে গ্রেপ্তার করা হয়। ওই দুষ্কৃতীর কাছ থেকে একটি ছোট দেশজ বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। জানা গিয়েছে, সে ব্যাংক ডাকাতি, ছিনতাই-সহ একাধিক অপকর্মের সাথে জড়িত। বারুইপুর-বিষ্ণুপুর ব্যাংক ও পেট্রোল পাম্প ডাকাতির সঙ্গেও ওই দুষ্কৃতী জড়িত বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

[আরও পড়ুন: অপরাধ দমনে কড়া মধ্যপ্রদেশ, গুঁড়িয়ে দেওয়া হল নাবালিকাকে গণধর্ষণে অভিযুক্ত ধর্মগুরুর বাড়ি]

আবার এদিনই রাত এগারোটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে উত্তর মোকাম বেরিয়া গ্রামের সরদার পাড়া এলাকা থেকে দিলীপ সরদারকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, তার বাড়িতে বেআইনি অস্ত্র মজুত করা হচ্ছে। খবর পাওয়া মাত্র আইসির নেতৃত্বে অভিযুক্তর বাড়িতে তল্লাশি চালায় বাসন্তি থানার পুলিশ। সেখান থেকে একটি একনলা বন্দুক এবং দশ রাউন্ড গুলি উদ্ধার হয়। শনিবার তাদের আদালতে তোলা হচ্ছে।

এদিকে নিউটাউন এলাকা থেকেও এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে বলে এয়ারপোর্ট থানা সূত্রে খবর। তার কাছ থেকেও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সূত্রের খবর, নিউটাউন এলাকায় এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছে বলে অভিযোগ পায় পুলিশ। সেই খবর পেয়ে তল্লাশি শুরু করে। তার পর শুক্রবার রাতেই গ্রেপ্তার করা হয় তাকে।

[আরও পড়ুন: রক্তাক্ত গোটা বিছানা, সরকারি হাসপাতালের ICU-তে ইঁদুরের কামড়ে মৃত্যু রোগীর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement