shono
Advertisement
Murshidabad

মুর্শিদাবাদ যেন আগ্নেয়াস্ত্রের আতুঁরঘর! চার দেশি পিস্তল-পাইপগান, কার্তুজ-সহ ধৃত ৩

কোথা থেকে এল, কী উদ্দেশে আগ্নেয়াস্ত্র মোতায়েন করা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
Published By: Paramita PaulPosted: 10:57 AM Feb 05, 2025Updated: 11:52 AM Feb 05, 2025

অতুলচন্দ্র নাগ, ডোমকল: মুর্শিদাবাদ যেন আগ্নেয়াস্ত্রের আতুঁরঘর! চার দেশি পিস্তল-পাইপগান, তাজা কার্তুজ-সহ গ্রেপ্তার মোট তিন দুষ্কৃতী। মঙ্গলবার দুটি আলাদা অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে মুর্শিদাবাদ পুলিশ। এগুলি কোথা থেকে এল, কী উদ্দেশে আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, সাগর পাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হল ডালিম শেখ এবং মিঠুন সরকার। তেলেপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে ডালিমের কাছ থেকে ৮ ইঞ্চি লম্বা একটি সেমি অটোম্যাটিক দেশি পিস্তল এবং দুটি কার্তুজ উদ্ধার হয়। একই এলাকা থেকে মিঠুন সরকারকেও গ্রেপ্তার করে পুলিশ। তার কাছে ১১ ইঞ্চি লম্বা একটি পাইপগান এবং ১ রাউন্ড গুলি উদ্ধার হয়। সবকটিই বেআইনি অস্ত্র বলে জানিয়েছে পুলিশ। তাদের আদালতে তোলা হলে ৫ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

ডোমকল থানা এলাকায় গ্রেপ্তার ১।

 

গতকাল দুপুরে নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে ডোমকল থানা এলারার আলিনা নগরে হানা দেয় পুলিশ। সেখান থেকে সন্দেহভাজন গাজলু শেখকে আটক করা হয়। তল্লাশি চালাতেই তার কাছ থেকেও অবৈধ অস্ত্র উদ্ধার হয়। দুটি দেশি সিঙ্গল শটার এবং কার্তুজ মেলে। এরপরই গাজলুকে গ্রেপ্তার করে পুলিশ। আজ, বুধবার আদালতে তোলা হবে তাকে। অভিযুক্তরা কেন আগ্নেয়াস্ত্র মজুত করছিল? কে বা কারা তা সরাবরাহ করেছে? কোন পথে মুর্শিদাবাদে অস্ত্র ঢুকছে, তা খতিয়ে দেখছে পুলিশ।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুর্শিদাবাদ যেন আগ্নেয়াস্ত্রের আতুঁরঘর!
  • চার দেশি পিস্তল-পাইপগান, তাজা কার্তুজ-সহ গ্রেপ্তার মোট তিন দুষ্কৃতী।
  • মঙ্গলবার দুটি আলাদা অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে মুর্শিদাবাদ পুলিশ।
Advertisement