shono
Advertisement
Nadia

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে এদেশে বাস, নদিয়ায় গ্রেপ্তার ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী

সীমান্ত পেরিয়ে বাংলাদেশ ফেরার চেষ্টা করছিলেন ধৃতরা।
Published By: Suhrid DasPosted: 02:10 PM May 18, 2025Updated: 02:10 PM May 18, 2025

সঞ্জিত ঘোষ, নদিয়া: অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসে থাকছিলেন। এপাড়ে ধরপাকড় শুরু হওয়ায় ফের বাংলাদেশ ফেরার পরিকল্পনা করেছিলেন তাঁরা। কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। সীমান্ত পেরনোর আগেই গ্রেপ্তার তিন অনুপ্রবেশকারী। নদিয়ার ধানতলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। ধৃতদের আজ রবিবার আদালতে তোলা হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম রূপা বেগম, জেলা খুলনা ও মোহাম্মদ আলম। তাঁদের বাড়ি বাংলাদেশের ঝিনাইদহ ও খুলনা এলাকায়। জানা গিয়েছে, গত তিন মাস আগে ওই তিনজন দালালদের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে নদিয়ার সীমান্ত দিয়েই ভারতে এসেছিলেন। শুধু তাই নয়, এদেশের নকল পরিচয়পত্রও তৈরি করানো হয়েছিল। সেই পরিচয়পত্র নিয়েই তাঁরা অন্য রাজ্যে চলে যান।

ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে সীমান্ত এলাকায় কড়া নজরদারি শুরু হয়। অবৈধভাবে এদেশে থাকা বাংলাদেশিরা গ্রেপ্তার হতে থাকে বিভিন্ন জায়গা থেকে। সেই ঘটনার প্রেক্ষিতে ওই তিনজন ফের বাংলাদেশ ফেরার পরিকল্পনা করেছিলেন। শনিবার রাতে ফের নদিয়ায় গিয়ে ধানতলার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ ফেরার কথা ছিল। গোপন সূত্রে ধানতলা থানার পুলিশের কাছে খবর যায়, ওই এলাকায় তিনজন ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন। তারপরই ওই এলাকায় অভিযান চালানো হয়। ওই তিনজনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। একসময় তাঁদের আসল পরিচয় বেরিয়ে পড়ে। তারপরই ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এই তিনমাস ধৃতরা দেশের কোথায় কোথায় ছিলেন? নাশকতায় যুক্ত থাকা ব্যক্তিদের সঙ্গে তাঁদের যোগাযোগ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আজ ধৃতদের রানাঘাট বিচার বিভাগীয় বিশেষ আদালতে তোলা হয়। নিজেদের হেফাজতে নিয়ে তাঁদের জেরা করা হবে বলে তদন্তকারীরা জানিয়েছেন। আরও কোনও অনুপ্রবেশকারী গোপনে ওই এলাকায় লুকিয়ে আছে কিনা, সেই তদন্তও চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসে থাকছিলেন।
  • এপাড়ে ধরপাকড় শুরু হওয়ায় ফের বাংলাদেশ ফেরার পরিকল্পনা করেছিলেন তাঁরা।
  • নদিয়ার ধানতলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।
Advertisement