সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ফের কয়লা খনিতে ধসের কবলে সুপারভাইজার-সহ দুই খনি শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে খনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্চমীর দিন দুর্গাপুরের অন্ডালে ইসিএলের খনির এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যেতে গাফিলতি করা হয় বলে অভিযোগ। আর সেই অভিযোগকে সামনে রেখে বিক্ষোভ শুরু করে দেয় খনি শ্রমিকরা। ব্যাপক উত্তেজনা
কেন্দা এরিয়ার নর্থ জামবাদ কোলিয়ারিতে বৃহস্পতিবার সকালে সুপারভাইজার সাদ্দাম মহান্তি এবং দুই খনি শ্রমিক আশুতোষ মাঝি মনোজ কুমার ভূঁইয়ার উপর খনির চাঙর ভেঙে পড়ে। সহকর্মীরা খনি কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পরেও দীর্ঘ সময় লেগে যায় স্ট্রেচার আনতে। ফলে হাসপাতালে নিয়ে যেতে অনেকটা দেরি হয়ে যায়।
[আরও পড়ুন: মামলা বেশি, লোকবল কম! চাপ সামলাতে রাজ্য পুলিশের কর্মী চাইছে CBI]
খনি শ্রমিকদের অভিযোগ, ECLকর্তৃপক্ষের গাফিলতির জেরেই বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে। পর্যাপ্ত স্ট্রেচার না থাকায় দুর্ঘটনাগ্রস্তদের দীর্ঘসময় খনিগর্ভে আটকে থাকতে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ECL-এর আধিকারিকরা। আসে শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। বাম শ্রমিক সংগঠনের এরিয়া সম্পাদক জানান, ইসিএল কর্তৃপক্ষের গাফিলতির জেরেই এই ধরনের ঘটনা বারবার ঘটছে।