অর্ক দে, বর্ধমান: বছরের প্রথম দিন মর্মান্তিক দুর্ঘটনা বর্ধমানে। চারচাকা গাড়ির সঙ্গে তেলের ট্যাংকারের সংঘর্ষ। ভয়ংকর দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের। চারচাকা গাড়িটির চালক আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যালে চিকিৎসাধীন।
মৃতদের নাম শেখ শাহনাওয়াজ (২৭), শেখ মহম্মদ মুর্শেদ (৫৫), রেজিনা খাতুন (৫১)। তাঁরা দুর্গাপুর সিটি সেন্টারের বাসিন্দা। শেখ শাহনাওয়াজ চাকরি সূত্রে মুম্বইয়ে থাকেন। ছুটিতে দুর্গাপুরের বাড়িতে এসেছিলেন। আজ, বৃহস্পতিবার কর্মস্থলে ফিরে যাচ্ছিলেন। শাহনাওয়াজকে ছাড়তে কলকাতা বিমানবন্দরে আসছিলেন বাবা-মা। সেই সময়ই দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। তাতেই প্রাণ গেল সবার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে শক্তিগড় থানা এলাকায়। দুর্গাপুর থেকে দমদম বিমানবন্দরের দিকে আসার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তেলের ট্যাঙ্কারে ধাক্কা মারে চারচাকা গাড়িটি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি থেকে চালক সাহেব মুন্সী-সহ আহতদের নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে বাবা-মা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। চালক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কী করে দুর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
